আজকাল ওয়েবডেস্ক: ভরা শ্রাবণে জল থইথই শহর থেকে গ্রাম। টানা ভারী বৃষ্টি বাংলা জুড়ে। জল যন্ত্রণা থেকে সহজেই মিলছে না রেহাই। একটানা আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক জেলায়। ঘূর্ণাবর্তের ভ্রুকুটিতে আরও দুর্ভোগ পোহাতে হবে সাধারণ মানুষকে। আজকেও জেলায় জেলায় প্রবল বৃষ্টির চরম সতর্কতা জারি রয়েছে। 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে গুজরাট থেকে সোজা দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা ছড়িয়ে পড়েছে। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা, এই দুইয়ের প্রভাবে সপ্তাহভর দুর্যোগে নাজেহাল হবে বাংলা। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর আকাশ মেঘলা থাকবে শহরের। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হলেও 
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে। 

আরও পড়ুন: 'টিকিট দেখি', বলতেই মহিলা টিটিই-কে গালিগালাজ, গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টাও! ক্যানিং স্টেশনে শিউরে ওঠা কাণ্ড

আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। কয়েকটি জেলায় বৃহস্পতিবারেও বৃষ্টির দাপট বেশি থাকবে। আজ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চার জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

আগামিকাল, শুক্রবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারার সম্ভাবনাও রয়েছে। শুক্রবারেও দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। তবে শুক্রবার থেকে কমবে বৃষ্টির দাপট। আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

অন্যদিকে আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। 

রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে উত্তর দিনাজপুরে। আগামী সপ্তাহেও উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কমলা সতর্কতা রয়েছে এই পাঁচ জেলায়। আগামী মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

এদিকে একটানা প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গে দুর্ভোগ আরও বাড়ছে। তিস্তা নদীর জলস্তর বেড়েছে ফের। নদীর জল ১০ নম্বর জাতীয় সড়কে ঢুকে পড়েছে। এর ফলে সিকিম ও কালিম্পং-এর যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাহাড়ে একাধিক জায়গায় ধসের ঘটনাও ঘটেছে। 

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, জুনে বৃষ্টির সামান্য ঘাটতি থাকলেও, জুলাইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে।‌ চলতি সপ্তাহে প্রবল বৃষ্টির জেরে ফের বাড়তে পারে নদীর জলস্তর। আবারও নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ে ধস নামার সম্ভাবনাও রয়েছে।