আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে শুক্রবার সকালে ভয়াবহ কাণ্ড। যাত্রীরা আতঙ্কে জড়োসড়ো। খবর অনুযায়ী, কেঙ্গেরী মেট্রো স্টেশনে এক ব্যক্তি প্ল্যাটফর্ম থেকে লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। এর ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার জেরে মেট্রোর পার্পল লাইনে শুক্রবার সকালে এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷
এই ঘটনার কারণে মাইসোর রোড এবং চাল্লাঘাট্টার মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। ফলে সকালের ব্যস্ত সময়ে যাত্রীদের প্রচণ্ড সমস্যায় পড়তে হয়েছে।
বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, ঘটনাটি ঘটার পর দ্রুত জরুরি দল, পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। সেই সময় ট্রেনগুলি কেবল মাইসোর রোড পর্যন্তই চলছিল। তদন্তে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শান্তাগৌড় পাটিল।
আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। তবে মেট্রো কর্তৃপক্ষ নিজেদের 'এক্স' অ্যাকাউন্টে নিশ্চিত করেছে যে এটি আত্মহত্যার ঘটনা। বিএমআরসিএল জানিয়েছে, তাদের কর্মীরা দ্রুত লাইন থেকে মৃতদেহ সরিয়ে নিয়েছেন।
সব ধরনের নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর, সকাল ৯টা ৪০ মিনিটে জ্ঞান ভারতী এবং চাল্লাঘাট্টার মধ্যে পরিষেবা ফের সম্পূর্ণভাবে চালু হয়। এরপর গোটা পার্পল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কী কারণে এমন ঘটনা ঘটল, তা জানতে কর্তৃপক্ষ স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। তদন্ত জারি রয়েছে।
