আজকাল ওয়েবডেস্ক: মুম্বাইয়ের সাহারা হোটেলের একটি ঘরে নিশান্ত ত্রিপাঠি নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি একটি সুইসাইড নোট লিখে নিজের অফিসের ওয়েবসাইটে আপলোড করেন, যেখানে তিনি তাঁর স্ত্রী অপূর্বা পারিখ ও মাসি প্রার্থনা মিশ্রাকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি হোটেলে তিন দিন আগে চেক-ইন করেন এবং কক্ষের দরজায় 'ডু নট ডিস্টার্ব' চিহ্ন ঝুলিয়ে দেন। দীর্ঘক্ষণ সাড়া না পাওয়ায় হোটেল কর্মীরা চাবি দিয়ে ঘর খুলে পুলিশকে খবর দেন।
মুম্বাই পুলিশ অপূর্বা পারিখ ও তাঁর মাসির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেছে। এফআইআর দায়ের করা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযোগটি করেছেন নিহতের মা নীলম চতুর্বেদী, যিনি একজন নারী অধিকার কর্মী।
সুইসাইড নোটে নিশান্ত লিখেছেন, "যখন তোমরা এটা পড়বে, আমি চলে যাবো। শেষ মুহূর্তে আমি তোমাকে ঘৃণা করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি তোমাকে ভালোবেসেছি, এবং এখনো বাসি। আমার মা জানেন, তোমার এবং প্রার্থনা মাসির কারণে আমি আজ এই সিদ্ধান্ত নিয়েছি।"
এই ঘটনার পরে, নীলম চতুর্বেদী ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে ছেলের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেন। "আজ আমি নিজেকে জীবিত লাশের মতো অনুভব করছি," লিখেছেন তিনি।
