আজকাল ওয়েবডেস্ক : দেনার দায়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা। দুই মে এবং এক ছেলেকে নিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টার এই ঘটনাটি ঘটেছে হায়দারাবাদে। 


এদিন সকালে তিন সন্তানকে নিয়ে গাড়ি করে বেরোন ওই ব্যক্তি। এরপর একটি পুকুরের সামনে এসে গাড়ি নিয়ে পুকুরে ঝাঁপ দেন তিনি। 


স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে দড়ির সাহায্যে তাঁদের উদ্ধার করে। সকলেই সুস্থ আছে বলে জানা গিয়েছে। 


পুলিশ তদন্তে নেমে জানতে পারে বাজারে বেশ কিছু টাকা দেনা হয়েছিল ওই ব্যক্তির। পাওনাদারদের টাকা না দিতে পেরে চরম সিদ্ধান্ত নেন তিনি। সন্তানদের নিয়ে তাই মৃত্যু কে বেছে নিয়েছিলেন। 


অশোক নামে ওই ব্যক্তি কন্ট্রাক্টর কাজ করতেন। কেউ তাঁকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।