আজকাল ওয়েবডেস্ক: সোফায় রাখা কুশন। সেই কুশন থেকে বের হল সাপ, হঠাৎ করে ফনা তুলে ফোঁস করে উঠল সে। ভাবতেই গায়ে কাটা দিচ্ছে? এই ঘটনাই বাস্তবে ঘটেছে দিল্লিতে।
এক বাড়ির গৃহকর্তা, বিশ্রাম নিচ্ছিলেন সোফায় বসে। হঠাৎ কী মনে হতেই সোফায় রাখা কুশনে দিলেন টান। আচমকা ফোঁস করে উঠল এক কোবরা। যেন ঘুমন্ত সাপ জেগে উঠল। দিয়ে উঠল গা ঝাড়া। খানিক পরে ধাতস্থ হলেন বাড়ির গৃহকর্তা। কোথা থেকে ঘরে সাপ এল আর সে কীভাবেই বা কুশনে ঢুকে বসে রইল তা জানা যায়নি।
একজন কয়েক সেকেন্ডের ক্লিপ ছাড়েন সোশ্যাল মিডিয়ায়। ইন্সটাগ্রামে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। তাতে দেখা যায়, এক ব্যক্তি কুশন টান দিতেই কুণ্ডলী পাকানো সাপ ফোঁস করে ওঠে। সঙ্গে সঙ্গে চেরা জিভ বের করে, যেন প্রস্তুত সে। শেষপর্যন্ত গৃহকর্তা একটা লাঠি দিয়ে সাপটিকে বাড়ির বাইরে ফেলে দেন।
এই ভাইরাল ভিডিওতে প্রচুর নেটাগরিকরা কমেন্ট করেছেন। কেউ বলছেন, তিনি ওই জায়গায় থাকলে বালিশে আগুন ধরিয়ে দিতেন, কেউ আবার বলছেন, ভিডিও দেখে তার রাতে ঘুম আসবে না, আবার একজনের মন্তব্য, মানুষের চরিত্র এই কোবরার মত হওয়া উচিত, বিপদ বুঝলেই ফোঁস করা।
