আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে এক চাঞ্চল্যকর মামলা সামনে এসেছে যেখানে এক পুত্র তাঁর ৭৭ বছর বয়সী মায়ের জন্য ৫,০০০ টাকা রক্ষণাবেক্ষণ দেওয়ার আদালতের আদেশকে চ্যালেঞ্জ করেছে। আদালত এই ঘটনাকে "ঘোর কলিযুগ" হিসেবে আখ্যা দিয়েছে। বিচারপতি জসগুরপ্রিত সিং পুরি পুত্রের প্রতি কঠোর মন্তব্য করে বলেন, "এটা এমন একটি ঘটনা যা আদালতের বিবেককে নাড়িয়ে দিয়েছে।" তিনি আরও বলেন, পুত্রকে তিন মাসের মধ্যে সাংগরুর ফ্যামিলি কোর্টে মায়ের নামে ৫০,০০০ টাকা জমা দিতে হবে।

আদালত জানিয়েছে যে ফ্যামিলি কোর্টের আদেশে কোনও অনিয়ম নেই, বরং ৫,০০০ টাকার রক্ষণাবেক্ষণ পরিমাণও খুবই কম। উল্লেখযোগ্যভাবে, মায়ের তরফ থেকে রক্ষণাবেক্ষণের পরিমাণ বৃদ্ধির জন্য কোনও আলাদা আবেদনও দায়ের করা হয়নি।

মহিলার স্বামী ১৯৯২ সালে মারা যান, এবং তারপর থেকে তিনি তাঁর মেয়ের সাথে বসবাস করছেন। তাঁর এক পুত্র আগেই মারা যান, যার রেখে যাওয়া সন্তানদের দেখাশোনার দায়িত্ব তাঁর ওপর ছিল। মহিলার স্বামীর মৃত্যুর পর ৫০ বিঘা জমি তাঁর জীবিত পুত্র এবং মৃত পুত্রের সন্তানদের মধ্যে ভাগ করা হয়। ১৯৯৩ সালে মহিলাকে ১ লক্ষ টাকা রক্ষণাবেক্ষণ দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে তাঁর কোনও আয়ের উৎস নেই।

পুত্র আদালতে দাবি করেন, যেহেতু তাঁর মা তাঁর সাথে বসবাস করছেন না, তাই রক্ষণাবেক্ষণের এই আদেশটি অপ্রাসঙ্গিক। তবে মায়ের পক্ষে আইনজীবী জানান, মহিলার কোনও আয়ের উৎস নেই এবং তিনি মেয়ের আশ্রয়ে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

আদালত পুত্রের এই আবেদনকে ভিত্তিহীন বলে খারিজ করে জানিয়েছে, মায়ের আয়ের উৎস না থাকা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে এই মামলা করা অত্যন্ত 'দুঃখজনক' এবং 'বিবেকবর্জিত'।