আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের বকেয়া পাওনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের ১১ জন সাংসদও। উভয়ের মধ্যে এদিন ২০ মিনিট ধরে বৈঠক হয়। বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীকে ১০০ দিনের পাওনা টাকা-সহ অন্যান্য প্রকল্পের পাওনা টাকার হিসাব দিয়েছেন। ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার। তিনি বিষয়টি মন দিয়ে শুনেছেন। খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন।’ তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘১৫৭ টি টিম গিয়েছিল কেন্দ্রের। যা জানতে চেয়েছে জানিয়েছি। তারপরও টাকা পাব না কেন ? বিষয়টি নিয়ে কেন্দ্র-রাজ্য কমিটি গড়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।’
কেন্দ্র থেকে রাজ্যের বকেয়া পাওনা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে সাংসদদের নিয়ে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি রাজ্যেও ধরনা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দিল্লিতে ইন্ডিয়া জোট বৈঠকের পরদিনের এই বৈঠক রাজ্যের বকেয়া আদায়ে কতটা লাভজনক হয় সেটাই এবার দেখার।