আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে হয়ে গেল আসনরফা! মহা বিকাশ আগাড়ি অর্থাৎ মহারাষ্ট্র জোটের তিন দল শিবসেনা, কংগ্রেস ও এনসিপি ‘ইন্ডিয়া’ জোটের জন্য আসন সমঝোতা করে ফেলেছে বলে সূত্রের খবর। যদিও সরকারি ঘোষণা হয়ত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হবে।
সূত্রের খবর, ৪৮ আসনের মহারাষ্ট্র লোকসভায় উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) লড়বে ২০ আসনে। তবে নিজেদের ভাগ থেকে দুটি আসন বঞ্চিত বহুজন আগাড়িকে ছাড়তে হবে তাদের। কংগ্রেসকে দেওয়া হয়েছে ১৮ আসন। আর এনসিপি লড়বে ১০ আসনে। তার মধ্যে একটি আসন দেওয়া হবে নির্দল প্রার্থী রাজু শেট্টিকে।
সূত্রের খবর, মহারাষ্ট্রের আসন সমঝোতা নিয়ে জট কাটাতে আসরে নামতে হয় রাহুল গান্ধীকে। ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরতিতে উদ্ধব ঠাকরের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক ফোনে কথা বলেছেন তিনি। কথা বলেন শরদ পাওয়ারের সঙ্গেও। তার পরেই চূড়ান্ত হয় আসন রফা।
প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোটে ২৩ আসনে লড়ে ১৮ আসনে জিতেছিল শিবসেনা। সেবার অবশ্য এই ভাগাভাগি ছিল না। কংগ্রেস ২৫ আসনে লড়ে জয় এসেছিল মাত্র এক আসনে। এনসিপি ১৯ আসনে লড়ে জিতেছিল চারটি। আর বিজেপি পেয়েছিল ২৩ আসন।
সূত্রের খবর, ৪৮ আসনের মহারাষ্ট্র লোকসভায় উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) লড়বে ২০ আসনে। তবে নিজেদের ভাগ থেকে দুটি আসন বঞ্চিত বহুজন আগাড়িকে ছাড়তে হবে তাদের। কংগ্রেসকে দেওয়া হয়েছে ১৮ আসন। আর এনসিপি লড়বে ১০ আসনে। তার মধ্যে একটি আসন দেওয়া হবে নির্দল প্রার্থী রাজু শেট্টিকে।
সূত্রের খবর, মহারাষ্ট্রের আসন সমঝোতা নিয়ে জট কাটাতে আসরে নামতে হয় রাহুল গান্ধীকে। ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরতিতে উদ্ধব ঠাকরের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক ফোনে কথা বলেছেন তিনি। কথা বলেন শরদ পাওয়ারের সঙ্গেও। তার পরেই চূড়ান্ত হয় আসন রফা।
প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোটে ২৩ আসনে লড়ে ১৮ আসনে জিতেছিল শিবসেনা। সেবার অবশ্য এই ভাগাভাগি ছিল না। কংগ্রেস ২৫ আসনে লড়ে জয় এসেছিল মাত্র এক আসনে। এনসিপি ১৯ আসনে লড়ে জিতেছিল চারটি। আর বিজেপি পেয়েছিল ২৩ আসন।
