আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের লাতুর জেলায় এক নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। রবিবার ঘটনাটি ঘটে।  একটি সম্পূর্ণ পুড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে এক যুবকের বস্তাবন্দী ও দগ্ধ দেহ উদ্ধার হয়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা এখন তদন্তাধীন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম গণেশ চহ্বাণ। তিনি আউসা টাণ্ডার বাসিন্দা এবং আইসিআইসিআই ব্যাঙ্কে রিকভারি এজেন্টের কাজ করতেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীরা প্রথমে গণেশকে একটি বস্তার মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর তাঁকে নিজের গাড়ির ভিতরে বসিয়ে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। এরপর প্রাথমিক তদন্ত শুরু করে তারা। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। ময়নাতদন্ত শেষ হলে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কী কারণে এই ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়৷  পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
মৃতের পরিচিতরা জানিয়েছেন, রবিবার সারাদিন তাঁরা গণেশকে ফোনে পাচ্ছিলেন না, কারণ তাঁর ফোন বন্ধ ছিল। খোঁজ শুরু করার পরই তাঁরা এই ভয়াবহ ঘটনার কথা জানতে পারেন।

পুলিশের এক আধিকারিক জানান, "রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ ১১২ নম্বরে ফোন আসে। এক ব্যক্তি জানান, বানাওয়াড়া রোডে একটি গাড়ি দাউদাউ করে জ্বলছে। আমাদের কর্মীরা গিয়ে দমকলের সাহায্যে আগুন নেভান। এরপর গাড়ির ভিতর থেকে একটি সম্পূর্ণ দগ্ধ দেহ উদ্ধার হয়। ময়নাতদন্ত হয়েছে। এখন আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।"