আজকাল ওয়েবডেস্ক: বাড়ির সামনেই তরুণকে বেধড়ক মারধর। মারতে মারতে শেষমেশ কুপিয়ে কুপিয়ে খুন করা হল তাঁকে। মারধর করা হয়েছে তরুণের মাকেও। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। অভিযোগের ভিত্তিতে দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নান্দেড় জেলায়। পুলিশ জানিয়েছে, শুক্রবার হাদগাঁও শহরে শেখ আরাফাত নামের ২১ বছর বয়সি এক তরুণকে মারধর করে, কুপিয়ে খুন করার অভিযোগ এক মহিলার পরিবার ও তাঁর একাধিক আত্মীয়র বিরুদ্ধে। তরুণ সেদিন রাতে বাড়ি ফিরছিলেন। আচমকা তাঁর বাড়ির সামনেই তাঁকে মারধর করতে শুরু করেন সকলে মিলে। তখন তাঁর মা ছুটে আসেন ছেলেকে বাঁচাতে। তাঁকেও ব্যাপক মারধর করেন। এরপর মায়ের সামনেই ছেলেকে কুপিয়ে খুন করেন তাঁরা।
নৃশংস হত্যাকাণ্ডে শিউরে ওঠেন প্রতিবেশীরা। অভিযোগের ভিত্তিতে, মহিলার পরিবারের দশজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের দাবি, মহিলাকে গত কয়েকদিন ধরে উত্যক্ত করছিলেন ওই তরুণ। এমনকী একাধিকবার তাঁর পিছু নিয়েছিলেন। তরুণের বিরুদ্ধে বাড়িতে আতঙ্কের কথা জানিয়েছিলেন মহিলা। এরপর তাঁরাই চরম পদক্ষেপ করেন। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ।
