আজকাল ওয়েবডেস্ক :  মহারাষ্ট্র সরকার মারাঠা কোটার পক্ষে। বুধবার সর্বদল বৈঠকের পর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। এবিষয়ে তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন তার সহযোগী দেবেন্দ্র ফড়নবিশ। এনসিপির প্রধান শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরেও শিণ্ডের মতের সঙ্গে একমত। মহারাষ্ট্রে মারাঠা কোটা চালুর পক্ষে বহুদিন ধরেই বিভিন্ন মহলে কথা চলছিল। তবে তাকে সরাসরি শীলমোহর দেওয়া হয়নি। তবে এবার একনাথ শিণ্ডের কথার পর সকলেই এবিষয়ে অবগত হলেন। একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে এই দায়িত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে প্রায় একলক্ষ মানুষের কাছে তারা একটি সমীক্ষা চালিয়েছিলেন। সেখান থেকেই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তে জাতিগত কোটার দিকটি ফের একবার উঠে এল। তাহলে কি আগামী লোকসভা নির্বাচনে জাতিগত দিকটি উঠে আসবে ? যদি তাই হয় তবে পরবর্তী লোকসভা নির্বাচনে বিভিন্ন আঞ্চলিক দলগুলি জাতিগত দিকেই জোর দেবে। সেখানে কেন্দ্র সরকার কি ব্যবস্থা নেয় বা বিজেপির এবিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তার দিকেই এবার নজর থাকবে রাজনৈতিকমহলের।