আজকাল ওয়েবডেস্ক : মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের ছেলে সংকেতের মালিকানাধীন একটি বিলাসবহুল গাড়ি সোমবার ভোরে নাগপুরের রামদাসপেঠ এলাকায় বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এর পর গাড়ির চালককে আটক করে তাঁর রক্তের নমুনা মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

 

দুর্ঘটনার সময় সংকেত বাওয়ানকুলে-সহ গাড়িতে মোট পাঁচজন ছিলেন। পুলিশ জানায়,  রাত ১টায় অডি গাড়িটি প্রথমে অভিযোগকারী জিতেন্দ্র সোনকাম্বলের গাড়ির সঙ্গে এবং তারপর একটি মোপেডের সঙ্গে সংঘর্ষে পড়ে, এতে দুই যুবক আহত হয়। “অডি গাড়িটি মানকাপুর এলাকার দিকে যাওয়ার আরও কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। সেখানে টি-পয়েন্টে গাড়িটি একটি পোলো গাড়িকে ধাক্কা দেয়। এর পর স্থানীয়রা অডিটিকে ধাওয়া করে মানকাপুর ব্রিজের কাছে থামিয়ে দেয়। সংকেত বাওয়ানকুলে-সহ তিনজন আরোহী পালিয়ে গেছে।

 

আধিকারিক জানান, অডির যাত্রীরা ধরমপেঠের একটি বিয়ার বার থেকে ফেরার সময় ঘটনাটি ঘটে। একজন সিনিয়র অফিসার জানিয়েছেন, সোনকাম্বলের অভিযোগের ভিত্তিতে বেপরোয়া গাড়ি চালানো এবং অন্যান্য অপরাধের একটি মামলা দায়ের করা হয়েছে। হাওয়ারেকে গ্রেফতার করা হয়েছিল এবং তিনি মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন কিনা তা পরীক্ষা করার জন্য তাঁর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।