আজকাল ওয়েবডেস্ক: অপমানের বদলা নিতে মহিলাকে পরিত্যক্ত এলাকায় নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া এলাকায়। জানা গিয়েছে, রবিবার ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাচ্ছিলেন মোবাইল মেরামত করতে। সেই সময় রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছিল দুই যুবক।

 

 

বাইকের স্পিডে কাদা এসে লাগে মহিলার গায়ে। গায়ে কাদা লাগায় ওই দুই যুবককে রাস্তাতেই অপমান করেন নির্যাতিতা মহিলা। আমজনতার সামনে কথা শুনে অপমানিত বোধ করেন অভিযুক্ত দুই যুবক। সেই ক্ষোভ থেকেই বদলার পরিকল্পনা করে অভিযুক্ত। মহিলাকে অপহরণ করে নির্জন এলাকায় ঝোপের আড়ালে নিয়ে গণধর্ষণ করা হয়। নির্যাতিতা বাড়ি এসে পরিবারকে ঘটনাটি জানালে পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। 

 

নির্যাতিতার বয়ান রেকর্ড করে তাঁর মেডিক্যাল টেস্ট করা হয়েছে পুলিশের তরফে। মহিলার অভিযোগ ও বক্তব্যের ভিত্তিতে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা জেরায় অপরাধ স্বীকার করে দাবি করেছে, আমজনতার সামনে ওই মহিলার কাছে কথা শুনে অপমানিত বোধ করে দুই যুবক। সেই ক্ষোভ থেকেই এই কাজ করেছে তারা।