আজকাল ওয়েবডেস্ক: সুদর্শন সন্তান লাভের আশায় স্বামীর ছোট ভাইয়ের সঙ্গে পালালেন বৌদি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের চাটারপুর জেলায়। জানা গিয়েছে, সম্পর্কে নিজের দেওরের সঙ্গে পালানোর আগে স্বামীকে নিজের অনুভূতি জানিয়ে গিয়েছিলেন ওই মহিলা। জানা গিয়েছে, পালিয়ে যাওয়ার পর ওই মহিলা ক্রমাগত তাঁর পরিবারের সদস্যদের হুমকি পাঠাচ্ছেন। মহিলার দাবি, যদি তাঁর কোনো ক্ষতি হয়, তবে শ্বশুরবাড়ির লোকেরাই দায়ী হবে।

 

বুধবার মহিলার স্বামী এবং পরিবার পুলিশে অভিযোগ দায়ের করলে এই ঘটনা প্রকাশ্যে আসে। ওই ব্যক্তির দাবি, তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছে। গত ১০ বছরে কখনোই তাঁকে ভালোবাসেননি তিনি। ওই ব্যক্তির অভিযোগ, তাঁর স্ত্রী তার সঙ্গে সন্তান লাভেরও ইচ্ছা প্রকাশ করেননি। উল্টে তিনি আকৃষ্ট হয়েছিলেন তাঁর ভাইয়ের প্রতি। অভিযোগ, ওই মহিলা তাঁর স্বামীর তুলনায় দেওরকে বেশি আকর্ষণীয় মনে করতেন।

 

অভিযোগ, মহিলা স্বামীকে বলেছিলেন, তিনি তার ভাইয়ের প্রতি আকৃষ্ট হয়েছেন। জানা গিয়েছে, দম্পতির ১০ বছরের বৈবাহিক জীবনও কোনও সন্তান নেই। ওই ব্যাক্তির দাবি, তাঁর স্ত্রী তাঁর ছোট ভাইকে বেশি আকর্ষণীয় মনে করেন বলেই তাঁর সঙ্গে সন্তানলাভের ইচ্ছে প্রকাশ করেননি স্ত্রী। বারবার সমাধানের চেষ্টা করেও ফল মেলেনি বলে জানিয়েছেন স্বামী। পুলিশ ইতিমধ্যেই মিসিং ডায়েরি দায়ের করে তদন্ত শুরু করেছে।