আজকাল ওয়েবডেস্ক:  মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়। ইন্দোরে এক দলীয় কর্মসূচিতে জানান, তিনি মহিলাদের 'আড়ম্বরপূর্ণ পোশাক' পরার প্রবণতাকে পছন্দ করেন না। তিনি জোর দিয়ে দাবি করেন, মহিলাদের 'আড়ম্বরপূর্ণ পোশাক' আসলে সৌন্দর্যের বিদেশি ধারণা, সেটি ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ভারতীয় সংস্কৃতির উদ্ধৃতি দিয়ে মন্ত্রী জানিয়েছেন যে, এ দেশে মহিলাদের "দেবীর রূপ" হিসাবে বিবেচনা করা হয়।

নিজের শহর ইন্দোরে অনুষ্ঠানে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, "এখানে (ভারতে) যদি কোনও মেয়ে ভাল এবং সুন্দর পোশাক পরে, ভাল মেকআপ করে এবং সুন্দর গয়না পরে, তবে লোকেরা তাকে খুব সুন্দর বলে মনে করে। কিন্তু বিদেশে, যদি কোনও মহিলা কম পোশাক পরে, তবে তা ভাল বলে বিবেচিত হয়। এখন, এটি তাদের (বিদেশিদের) চিন্তাভাবনা।"  

ওই অনুষ্ঠানেই মহিলাদের অল্প পোশাক পরাকে, রাজনীতিবিদদের কম বক্তৃতা দেওয়ার সঙ্গে তুলনা করেন কৈলাশ। বিশ্ব পরিবেশ দিবসে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্থানীয় সভাপতি সুমিত মিশ্রের দেওয়া সংক্ষিপ্ত বক্তৃতার প্রশংসা করেন এবং বলেন যে তিনি সংক্ষিপ্ত জনসভায় ভাষণ দিতে পছন্দ করেন। বলেন, "দেখুন, একটি পাশ্চাত্যের প্রবাদ আছে যা ভালো নয়, কিন্তু বিদেশে এই প্রবাদটি নিয়ে অনেক আলোচনা হয়... সেখানে (বিদেশে) বলা হয় যে, কম পোশাক পরা মেয়ে যেমন সুন্দর, তেমনি একজন নেত্রীর ছোট বক্তৃতা দেওয়াও খুব ভাল। বিদেশেও এমন একটি প্রবাদ আছে, কিন্তু আমি তা অনুসরণ করি না।" 

দর্শকদের হাসি এবং করতালির মধ্যে, মন্ত্রী জানান যে- তিনি এই বিদেশি প্রবাদটিকে উপযুক্ত বলে মনে করেন না। বলেন, "আমি এই প্রবাদটি অনুসরণ করি না। আমি এবং আমাদের দেশের (ভারতে) সংস্কৃতি অনুসারে বিশ্বাস করি যে, নারীরা দেবীর এক রূপ। তাদের খুব ভাল পোশাক পরা উচিত।"

এখানেই শেষ নয়! কৈলাশ বলেছেন,  "আমি (মহিলাদের) কম পোশাক পরা পছন্দ করি না। অনেক সময় মেয়েরা আমার সঙ্গে সেলফি তুলতে আসে। আমি তাদের বলি তারা যেন ভাল পোশাক পরে আসে এবং তারপর আমার সঙ্গে সেলফি তোলে।"

 

?ref_src=twsrc%5Etfw">June 5, 2025

মহিলাদের পোশাক সম্পর্কে বিজয়বর্গীর মন্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠানে বেশ কয়েকজন বিজেপি নেতাও উপস্থিত ছিলেন।