আজকাল ওয়েবডেস্ক: সামান্য প্রশ্নের জেরে হত্যা৷ একটি নিরীহ প্রশ্ন করতে গিয়ে সম্প্রতি ঘটে গেল মর্মান্তিক এক হত্যাকাণ্ড। জানা গিয়েছে, সোমবার রাত ১২:৩০ থেকে ১টার মধ্যে লখনউ-এর চিনহাট এলাকার বিকল্পখণ্ডে ঘটনাটি ঘটে। এলাকার পরিচিত হোটেল ইশান ইন-এর বাইরে গুলি করে হত্যা করা হয় হোটেলের এক কর্মচারী দিবাকর যাদবকে। খবর অনুযায়ী, নিহত দিবাকর যাদব সুলতানপুর জেলার জয়সিংহপুর বিলারি এলাকার বাসিন্দা ছিলেন। হোটেলের সার্ভিস বয় হিসেবে কাজ করতেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পূর্ব লখনউ-এর ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP) শশাঙ্ক সিং জানান, ২১ বছর বয়সী দিবাকরকে গুলি করে হত্যা করে ২৩ বছরের প্রপার্টি ডিলার আকাশ তিওয়ারি। অভিযুক্ত অযোধ্যার গোসাইগঞ্জ এলাকার বাসিন্দা। কিন্তু বর্তমানে চিনহাটের মাতিয়ারিতে বসবাস করেন। জানা গিয়েছে, ঘটনার সময় আকাশের সঙ্গে ছিলেন ২৬ বছর বয়সী পুষ্পা গৌতম ওরফে পায়েল। তিনি একজন ইভেন্ট ম্যানেজার। তিনিও চিনহাট বিকাশখণ্ড এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, হোটেল ইশান ইন-এর বাইরে আকাশ তিওয়ারি বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তাঁকে দেখে দিবাকর তাঁর কাছে জানতে চান, 'এই সময়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন?' প্রথমে এটি নিছকই একটি সাধারণ প্রশ্ন ছিল। এরপরই ঘটল বিপত্তি। জানা গিয়েছে পুষ্পা ওই হোটেলেই ছিলেন। তিনি মাতাল অবস্থায় হোটেল থেকে বেরিয়ে এসে আকাশের বাইকে উঠে সেখান থেকে দ্রুত চলে যান।

আরও পড়ুনঃ প্রেমে পড়ার মত আর কী আছে! 'উনকে আন্দাজ-এ-করম' এর সুরে মাতালেন আইএএস অফিসার, ভিডিও ভাইরালে

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার কিছুক্ষণ আগে হোটেলের কর্মচারী দিবাকর ও অন্য কয়েকজন পুষ্পাকে মোবাইলে কথা বলতে শোনেন৷ তাঁরা ফোনে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। পরে পুষ্পা আকাশকে এ বিষয়ে জানালে আকাশ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে মাত্র দশ মিনিটের মধ্যে হোটেলে চলে আসেন। এরপর দু’জনের মধ্যে বচসা শুরু হয়। ধীরে ধীরে এটি আরও উত্তপ্ত হতে থাকে। এহেন পরিস্থিতিতে দিবাকর প্রশ্ন করতেই আকাশ দিবাকরের দিকে গুলি চালায়। গুলি সরাসরি দিবাকরের গলায় লেগেছে৷  মুহুর্তের মধ্যে হোটেলের সামনে রক্তাক্ত হয়ে যায়৷ 

হোটেলের সহ-মালিক দেবেন্দ্র মিশ্র গুরুতর আহত অবস্থায় দিবাকরকে তৎক্ষণাৎ রাম মনোহর লোহিয়া মেডিকেল সায়েন্সেস হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় দিবাকরের মৃত্যু হয়। এরপর দেবেন্দ্র মিশ্র থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত আকাশ তিওয়ারি ও পুষ্পা গৌতমকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি বলে খবর। আকাশের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও দায়ের করা হয়েছে।

চিনহাট থানার পরিদর্শক দীনেশ চন্দ্র মিশ্র জানান, হোটেলের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে এটি। এদিকে, নিহত দিবাকরের পরিবার জানিয়েছে তাঁরা জানতেন না দিবাকর হোটেলে কাজ করতেন। তাঁদের এক ভাতিজা ফোনে জানান,'একটা গোলমাল হয়েছে, সবাই থানায় আছে।'

এরপর তাঁরা লখনউ এসে দিবাকরের হত্যাকাণ্ডের খবর জানতে পারেন। সূত্রে খবর দিবাকর যাদব হোটেল ইশান ইন-এ সার্ভিস বয়ের কাজ করতেন। হোটেলটি তাঁরই কাজিন উদয় সেন যাদব (সুলতানপুর) ও দেবেন্দ্র মিশ্রর (বরাবাঁকি) যৌথ মালিকানাধীন।

প্রসঙ্গত, পূর্বে আকাশ তিওয়ারি ২০২৩ সালে সুশান্ত গল্ফ সিটি এলাকায় খুনের মামলায় জেল খেটেছেন। এছাড়া ২০২৪ সালে বিবিডি থানায় তাঁর বিরুদ্ধে হামলা ও দাঙ্গার অভিযোগেও মামলা দায়ের হয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।