আজকাল ওয়েবডেস্ক : মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কথা কংগ্রেস নেতা এবার একহাত নিলেন বিজেপিকে। মধ্য প্রদেশে ভোটারদের প্রলোভন করতে বিজেপি মদ এবং অর্থ অকাতরে বিলিয়ে যাচ্ছে, অভিযোগ কমল নাথের। তবে কংগ্রেস জনগনের পাশে থাকবে। তারা সত্যের পথেই জয় ছিনিয়ে আনবে। তিনি আরও বলেন, শিবরাজ সিং চৌহানের মত তিনি নন। তিনি আমজনতার নির্দেশের অপেক্ষায় রয়েছেন। তিনি দাবি করেন, এমন ভিডিও রয়েছে যা থেকে তিনি প্রমাণ করতে পারেন কিভাবে ভোটের বাজারে অকাতরে মদ এবং টাকা বিলি করছে বিজেপি। বিজেপি প্রায় ১৮ বছর ধরে এখানে শাসন করেছে। এবার তাদের কুশাসনের শেষ হওয়ার সময় হয়েছে। মধ্য প্রদেশে আড়াই হাজার প্রার্থী রয়েছেন এবারের ভোটে। এবারে মধ্য প্রদেশের ভোটের ফল অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ এর সঙ্গে আগামী বছরের লোকসভা নির্বাচনের অনেকটাই যোগ রয়েছে বলেই মনে করছে রাজনীতির কারবারিরা। যদিও কমল নাথেৎ এই অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। তারা জানিয়েছে, ভোটে নিশ্চিত হার জেনেই কংগ্রেসের মুখে এখন এই ধরনের কথা শোনা যাচ্ছে। ফলাফল ঘোষণা হলে কংগ্রেস নেতাদের মুখ লুকোনোর জায়গা থাকবে না বলে মনে করে বিজেপি।
