আজকাল ওয়েবডেস্ক: ফের দিল্লিতে শুটআউটের ঘটনা। দিল্লি পুলিশের বিশেষ দল গ্রেপ্তার করল লরেন্স রবি বিষ্ণোই ক্রিমিনাল গ্যাংয়ের দুই সদস্যকে। তাদেরকে দিল্লির বসন্ত কুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজনের নাম অনীশ, বয়স ২৩ এবং অন্যজনের বয়স ১৫ বছর। দক্ষিণ দিল্লির একটি নামকরা হোটেলের বাইরে তারা দাড়িয়ে ছিল। তাদের টার্গেট ছিল অপহরণ করে ক্ষতিপূরণ চাওয়া। ইতিমধ্যেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে গুজরাটের সবরমতী জেলে রাখা হয়েছে। ধৃতদের গ্রেপ্তার করতে গেলে তারা পুলিশের দিকে তাক করে গুলি ছোঁড়ে। পাল্টা জবাব দেয় পুলিশও। যদিও এই ঘটনার জেরে কেউ হতাহত হয়নি বলেই খবর মিলেছে। পুলিশ ধৃতদের কাছ থেকে দুটি পিস্তল, চার রাউন্ড কার্তুজ এবং একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে। অনীশের নাম ইতিমধ্যেই চারটি চুরির ঘটনায় রয়েছে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
