আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যার রাম মন্দির চত্বরে নমাজ পড়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে, রাম মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল।
সূত্রের খবর, ধৃতের নাম আহমেদ শেখ, তিনি কাশ্মীরের শোপিয়ান জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ৫৫ বছর বয়সী আহমেদ শেখ শুক্রবার কড়া নিরাপত্তার বেড়াজাল টপকে মন্দির চত্বরে প্রবেশ করেন এবং মন্দির পরিদর্শনের পর সীতা রসোই এলাকার কাছে বসেন। সেখানেই তিনি নমাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ।
সেই সময়েই নিরাপত্তা কর্মীরা আহমেদ শেখের কার্যকলাপ লক্ষ্য করে হস্তক্ষেপ করেন। তাঁকে মন্দিরের নিরাপত্তা কর্মীরা আটক করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কিছু সূত্র দাবি করেছে যে, বাধা দেওয়ার পর ওই ব্যক্তি স্লোগান দিয়েছিলেন, তবে এই দাবিটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।
পুলিশ জানিয়েছে, তদন্তকারী ও গোয়েন্দা সংস্থাগুলো ধৃত আবহেম শেখকে জিজ্ঞাসাবাদ করছে। ধৃতের উদ্দেশ্য জানার এবং এত কঠোর নিরাপত্তা বেষ্টিত মন্দির চত্বরের সংবেদনশীল এলাকায় তিনি কীভাবে ঢুকে পড়লেন তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কর্তারা আহমেদ শেখের ভ্রমণের বিবরণও খতিয়ে দেখছেন। তিনি কেন অযোধ্যায় এসেছিলেন এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কিনা, তারও খোঁজখবর নেওয়া হচ্ছে।
প্রাথমিক তল্লাশির সময় পুলিশ ধৃত আবমেদের কাছ থেকে কাজু ও কিশমিশ উদ্ধার করেছে। সূত্রগুলো জানিয়েছে, ধৃত তদন্তকারীদের বলেছেন যে, তিনি আজমিরে যাচ্ছিলেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন পুলিশ কর্তা এবং গোয়েন্দা সংস্থাগুলো রাম মন্দির চত্বরের নিরাপত্তা ব্যবস্থাও পর্যালোচনা করছে। জেলা প্রশাসন এবং রাম মন্দির ট্রাস্ট এখন পর্যন্ত এই ইস্যুতে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
আগামী সপ্তাহে মকর সংক্রান্তি উদযাপনের জন্য অযোধ্যাজুড়ে প্রস্তুতি তুঙ্গে। বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সেই সময়ে এই ধরণের ঘটনায় উদ্বেগ বেড়েছে। অয়োধ্যায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
