আজকাল ওয়েবডেস্ক: বিরাট ঘোষণা করল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যে প্রাক্তন সেনাকর্মী ও তাঁদের নির্ভরশীলদের আর্থিক সহায়তায় ১০০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। 


মন্ত্রণালয় জানিয়েছে, এই বাড়তি আর্থিক সহায়তা কেন্দ্রীয় সৈনিক বোর্ডের মাধ্যমে প্রয়োগ করা বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের আওতায় প্রদান করা হবে। এবিষয়ে শনিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করা হয়। 


মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন সিদ্ধান্ত অনুসারে পেনুরি গ্রান্ট বাড়িয়ে প্রতিমাসে ৪,০০০ টাকা থেকে ৮,০০০ টাকা করা হয়েছে। এটি আজীবন সহায়তা হিসেবে প্রবীণ, আয়হীন বা অ-পেনশনধারী প্রাক্তন সেনাসদস্য ও তাঁদের ৬৫ বছরের ঊর্ধ্বতন বিধবাদের জন্য প্রদান করা হবে, যাদের কোনও নিয়মিত আয় নেই। এর ফলে নিম্ন ও স্বল্প-আয় শ্রেণির পরিবার বিশেষ সুরক্ষা সুবিধা পেতে সক্ষম হবে।


একইভাবে, শিক্ষাবৃত্তি  ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা প্রতিমাসে নির্ধারণ করা হয়েছে। এটি ক্লাস ওয়ান থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সর্বোচ্চ দুই সন্তান বা দুই নির্ভরশীলের ক্ষেত্রে প্রযোজ্য। বিধবারা যদি দুই বছরের স্নাতকোত্তর কোর্সে অধ্যয়ন করেন, তবে তাঁরাও এই ভাতা পাবেন, তবে সর্বোচ্চ একজনের ক্ষেত্রে।


অন্যদিকে, বিবাহ অনুদান ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০,০০০ টাকা করা হয়েছে। এটি প্রাক্তন সেনাকর্মীদের সর্বোচ্চ দুই কন্যার বিয়ের ক্ষেত্রে এবং বিধবার পুনর্বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে শর্ত অনুযায়ী এই অর্থমাত্র সেইসব বিবাহের জন্য দেওয়া হবে যেগুলি এই আদেশ জারি হওয়ার পর সম্পন্ন হয়েছে।


এই সিদ্ধান্তের ফলে অ-পেনশনধারী প্রাক্তন সেনাসদস্য, নিম্ন আয়ের বিধবা ও নির্ভরশীলদের সামাজিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। সরকারের মতে, এটি সশস্ত্র বাহিনীর প্রবীণ সদস্যদের সেবা, শৃঙ্খলা ও আত্মত্যাগকে যথাযথ মর্যাদা দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা। এরফলে তাদের অনেকটা উপকার হবে।

 

&t=1479s
বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই চিন্তাভাবনা করছিল প্রতিরক্ষা মন্ত্রক। এরপর কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্মতির পর বিষয়টি নিয়ে কাজ এগিয়ে যায়। এবার গোটা বিষয়টি সম্পন্ন করতে পেরে প্রতিরক্ষা মন্ত্রক অনেকটাই খুশি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, দেশের সুরক্ষা যাদের হাতে রয়েছে তাদের পরিবারের দিকটিও তারা সবার আগে গুরুত্ব সহকারে দেখেছেন। যদি এবিষয়ে পরবর্তীকালে আরও পরিবর্তন করার হয় তাহলে সেটিও করা হবে।