দ্বিতীয় সংসারেও ভাঙন! বিয়ের এক বছরের মধ্যেই রোজার সঙ্গে বিচ্ছেদের পথে তাহসান
নিজস্ব সংবাদদাতা
১০ জানুয়ারি ২০২৬ ১৯ : ০৮
শেয়ার করুন
1
6
ফের বিচ্ছেদের সুর। বছর ঘুরতেই তাল কাটল দাম্পত্যের। আলাদা হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান খান এবং তাঁর স্ত্রী রোজা আহমেদ।
2
6
তাহসান গত বছরের শুরুতে কোনও পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই নিজের বিয়ের ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন। মেকআপ আর্টিস্ট রোজার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি।
3
6
এই খবরে শিলমোহর বসিয়েছেন তাহসান নিজেই। বাংলাদেশের এক প্রথম সারির সংবাদমাধ্যমকে তিনি বলেন, “খবরটি সত্যি। গত জুলাইয়ের শেষ দিক থেকে আমরা আলাদা থাকছি। উপযুক্ত সময়ে এই বিষয়ে বিস্তারিত জানাব।”
4
6
তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, বেশ কয়েক মাস ধরেই এই দম্পতির সম্পর্কে টানাপোড়েন চলছিল এবং সেই সম্পর্ক এখন ভাঙনের মুখে। এমনকি জানা যাচ্ছে, গত কয়েক মাস ধরে তাঁরা আলাদা থাকছেন।
5
6
তাহসান আরও জানান, এই মুহূর্তে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে আগ্রহী নন। তাঁর কথায়, “আমি ব্যক্তিগত বিষয় জনসমক্ষে আনতে চাইনি। কিন্তু আমাদের বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুল খবর প্রকাশিত হয়েছে, তাই বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন মনে করেছি। আমরা আর একসঙ্গে নেই।”
6
6
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। রোজা পেশায় একজন মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও আমেরিকায় দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত এবং নিউ ইয়র্কে তাঁর নিজস্ব মেকআপ স্টুডিও রয়েছে।