আজকাল ওয়েবডেস্ক: ক্যালেন্ডারের নবম মাস সেপ্টেম্বর। তবে এই মাসজুড়ে রয়েছে একগুচ্ছ উদযাপনের দিন। কিছু স্থানীয় রাজ্য ভিত্তিক, কিছু জাতীয় এবং কিছু আন্তর্জাতিক। আরবিআই আগেই জানিয়েছিল জাতীয় এবং রাজ্য ভিত্তিক একগুচ্ছ অনুষ্ঠান, উৎসবের কারণে মাসের প্রায় ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা।
এবার একনজরে দেখে নেওয়া যাক, সেপ্টেম্বরের কবে কী -
১-৭ সেপ্টেম্বর- ন্যাশনাল নিউট্রিশন সপ্তাহ।
২ সেপ্টেম্বর- ওয়ার্ল্ড কোকোনাট ডে।
৫ সেপ্টেম্বর- শিক্ষক দিবস।
৭ সেপ্টেম্বর- গণেশ চতুর্থী।
৮ সেপ্টেম্বর- গ্র্যান্ড পেরেন্টস ডে, ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি ডে।
১০ সেপ্টেম্বর- বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস।
১৩ সেপ্টেম্বর - বিশ্ব চকলেট দিবস।
১৪ সেপ্টেম্বর- হিন্দি দিবস।
১৫ সেপ্টেম্বর- ইঞ্জিনিয়ার দিবস, ওনাম, আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস।
১৬ সেপ্টেম্বর- মালেশিয়া দিবস।
২১ সেপ্টেম্বর- বিশ্ব শান্তি দিবস।
২৬ সেপ্টেম্বর- বিশ্ব প্রকৃতি স্বাস্থ্য দিবস।
২৭ সেপ্টেম্বর- বিশ্ব পর্যটন দিবস।
২৯ সেপ্টেম্বর- ওয়ার্ল্ড হার্ট ডে।
৩০ সেপ্টেম্বর- বিশ্ব অনুবাদ দিবস।
