আজকাল ওয়েবডেস্ক: বৈচিত্রপূর্ণ এশিয়া। এশিয়ার দেশগুলির গ্রামগুলির দিকে নজর দিলেই বোঝা যাবে বৈচিত্র। একই সঙ্গে দেশের আর্থ-সামাজিক কাঠামো সম্পর্কেও আভাস পাওয়া যায়। এশিয়ার গ্রামের কথা উঠলেই, প্রসঙ্গ আসে ধনী গ্রামের। পরিসংখ্যাণ বলে, সে এক গ্রাম, যার বাসিন্দাদের স্থায়ী আমানতের পরিমাণ অন্তত ৭ হাজার কোটি টাকা।

 

কথা হচ্ছে গুজরাটের মাধাপুরের। এমনিতেই গুজরাট ব্যবসা এবং ব্যবসায়ীদের রাজ্য বলেই পরিচিত। কয়েক দশকের ইতিহাসের দিকে তাকালেই দেখা যাবে, সে রাজ্য থেকেই বারে বারে উঠে এসেছেন বিশিষ্ট শিল্পপতিরা। 

 

পরিসংখ্যান বলছে, গুজরাটের মাধাপার হচ্ছে এশিয়ার ধনীতম গ্রাম। ভুজের এই গ্রামে মোট বাড়ির সংখ্যা ২০ হাজার। বাসিন্দা ৩২ হাজার। ২০১১ সালেও ১৭হাজার বাসিন্দা ছিল ওই গ্রামের। প্রায় সকলেই প্যাটেল পদবীর। পরিসংখ্যান অনুযায়ী, গ্রামের বাসিন্দাদের স্থায়ী আমানত ৭ হাজার কোটি টাকার।

 

এসবিআই, এইচডিএফসি, পিএনবি-সহ সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১৭টি ব্যাঙ্ক রয়েছে গ্রামে।  জানেন, গ্রামটি এই বিপুল সমৃদ্ধির কারণ? জানা যাচ্ছে, এর মূল কারন হল ওই গ্রামের এনআরআই বাসিন্দারা। তাঁরা প্রতি বছর কোটি কোটী টাকা বিনিয়োগ করেন গ্রামের ব্যাঙ্ক-পোস্ট অফিস গুলিতে।