আজকাল ওয়েবডেস্ক: নেপালের মাউন্ট এভারেস্টের কাছে দেড় মাসের মধ্যে মোট দশটি বিষাক্ত সাপ ধরা পড়েছে। তার মধ্যে নয়টি কিং কোবরা এবং একটি মনোক্লেড কোবরা। এই ঘটনার পর বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। দক্ষিণকালী পুরসভার তরফে জানানো হয়েছে, এই সাপগুলি গোপালেশ্বর, ভঞ্জ্যাং, সোখোল এবং ফুলচক এলাকা থেকে ধরা পড়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে সাপের উপস্থিতি বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের মত। তাঁদের মতে, ক্রমবর্ধমান তাপমাত্রা এই সাপগুলিকে এই উচ্চতায় নিয়ে যেতে পারে। এই পরিবর্তন অব্যাহত থাকলে স্থানীয়রা বিপদে পড়বে।
এক সাপ উদ্ধারকারী দলের সহায়তায় বিভিন্ন ঘরবাড়ি থেকে সাপগুলি উদ্ধার করা হয়েছে। কাছের জঙ্গলে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। স্থানীয়রা জঙ্গলে কিং কোবরার ডিম এবং বাসাও খুঁজে পেয়েছে।
প্রসঙ্গত, নেপালের সর্বোচ্চ তাপমাত্রা প্রতি বছর ০.০৫ ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি পাচ্ছে। নেপালের ন্যাশনাল রেড ডেটা বুক এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (IUCN) রেড তালিকা প্রকাশ করেছে। কিং কোবরাকে ঝুঁকিপূর্ণ হিসেবে সেখানে তালিকাভুক্ত করা হয়েছে।
২০২২ সালের মার্চ মাসে আন্তর্জাতিক চিকিৎসা জার্নাল দ্য ল্যানসেট এ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, গ্রীষ্মকালে তরাই অঞ্চলে সাপের উপদ্রব বাড়বে। আর সাপের উপদ্রব বাড়লে মৃত্যুর ঘটনা অত্যন্ত সাধারণ। প্রতি বছর নেপালের এই তরাই অঞ্চলে আনুমানিক ২,৭০০ মানুষ প্রাণ হারান। তাঁদের মধ্যে বেশিরভাগই শিশু এবং মহিলা।
