আজকাল ওয়েবডেস্ক:  রোহিনীতে স্কুল বিস্ফোরণে নয়া মোড়, নেপথ্যে রয়েছে খলিস্তানি সংগঠন! এমনই তথ্য হাতে এল পুলিশের। রবিবার এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে দিল্লির সিআরপিএফ স্কুলে। এর দায় স্বীকার করে জাস্টিস লিগ ইন্ডিয়া নামে এক সংগঠন সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

 

 

রবিবার সন্ধেয় টেলিগ্রাম হ্যান্ডেলে তারা বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ পোস্ট করেছে এবং এর দায় স্বীকার করে। পুলিশের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে কোনও সদুত্তর পাওয়া যায়নি। এরপরই টেলিগ্রামে অ্যাপ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে ওই হ্যান্ডেলের বিষয়ে বিস্তারিত জানানোর জন্য।

 

 

রবিবার সকাল পৌনে আটটা নাগাদ রোহিনীর প্রশান্ত বিহার এলাকায় সিআরপিএফ স্কুলে বিকট বিস্ফোরণ ঘটে। কেউ হতাহত না হলেও স্কুলের পাশে পার্ক করা গাড়ির জানালা এবং এলাকার দোকানের হোর্ডিং ভেঙে যায়। ঘটনার পরপরই সেখানে পৌঁছয় পুলিশ। ফায়ার ইঞ্জিন এবং একটি বোমা স্কোয়াডকে ডাকা হয়। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানায়, বোমা ফেটেই হয়েছে বিস্ফোরণ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

 

 

এরপর সন্দেয় একটি ভিডিও প্রকাশিত হয় টেলিগ্রামে। যেখানে খলিস্তানি সংগঠনের তরফে দাবি করা হয়েছে, যদি ভারতের এজেন্ট ও তাঁদের মাথারা ভেবে থাকে কয়েকজন গুন্ডাকে ভাড়া করে তারা খলিস্তানপন্থীদের নিশানা করবে ও আমাদের কণ্ঠরোধ করবে, তবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ওরা কল্পনাও করতে পারে না আমরা ওদের কত কাছে দাঁড়িয়ে রয়েছি। এবং যে কোনও সময়ে হামলা চালাতে সক্ষম।এই পোস্টের নিচে লেখা ছিল খলিস্তান জিন্দাবাদ।পাশাপাশি বিস্ফোরণের একটি ভিডিও টেলিগ্রামে প্রকাশ করা হয়।