আজকাল ওয়েবডেস্ক: রাত ৩টে বাজলেই তারস্বরে ডেকে ওঠে প্রতিবেশীর মোরগ। শান্ত গ্রামীণ পরিবেশে ঘুমের ব্যাঘাত ঘটে প্রতিদিন রাতেই। অতিষ্ঠ হয়ে মোরগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে কেরলের পাথানামথিট্টা জেলার পাল্লিকালে। জমি না টাকাপয়সা না মোরগের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশি অভিযোগের খবর হাসির খোরাক জুগিয়েছে নেটিজেনদের।

এলাকার বাসিন্দা রাধাকৃষ্ণ কুরুপের রাতের ঘুম উড়ে গিয়েছে। তাঁর অভিযোগ, রোজ রাত ৩টের সময় তারস্বরে চিৎকার করে প্রতিবেশী অনিল কুমারের পোষা মোরগ। এর ফলে তাঁর ঘুমের ব্যাঘাত ঘটছে। স্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব পড়ছে। আর সইতে না পেরে আদুর রাজস্ব বিভাগীয় অফিস (আরডিও)-এর দ্বারস্থ হয়েছেন রাধাকৃষ্ণ।

অভিযোগ পেয়েই তদন্তে নামেন আরডিও আধিকারিকরা। ডেকে পাঠানো হয় রাধাকৃষ্ণ এবং অনিলকে। আলোচনার পর ঘটনাস্থল ঘুরেও দেখেন আধিকারিকরা। তদন্তে দেখা যায়, অনিল তাঁর মোরগগুলিকে বাড়ির উপরের তলায় রেখেছিলেন। সেগুলির অবিরাম ডাকাডাকি এবং ভোররাতে তারস্বরে চিৎকার রাধাকৃষ্ণের জন্য সত্যিই বিরক্তিকর। পরিস্থিতি পর্যালোচনা করার পর, আরডিও অফিস অনিলকে তাঁর খামারটিকে অন্যত্র স্থানান্তরিত করার প্রস্তাব দিয়েছেন। ১৪ দিন সময়ও দেওয়া হয়েছে তাঁকে।