আজকাল ওয়েবডেস্ক: কেরলে চাঞ্চল্য। ওয়েনাড সাইবার পুলিশ এক ২৯ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছে। অভিযোগ, সে কৃত্রিম মেধা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই)-র মাধ্যমে একটি ভুয়ো ভিডিও তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেয়। জানা গিয়েছে, ওই ভিডিওটিতে এক মহিলা ও একটি শিশুকে নিয়ে জিপলাইনে দুর্ঘটনার মিথ্যা দৃশ্য দেখানো হয়েছি। এই ভিডিও দ্রুত আতঙ্ক ছড়ায় চারিদিকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কে আশকার (২৯)। আলাপ্পুঝা জেলার থিরুভাম্বাডি, থাইভেলিক্কাম এলাকার বাসিন্দা সে। গত সোমবার সন্ধ্যায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, আশকার একটি এআই টুল ব্যবহার করে ওই বিভ্রান্তিকর দৃশ্য তৈরি করে। সেখানে দেখা যায়, এক মহিলা ও শিশু জিপলাইনের মাঝপথে দুর্ঘটনার কবলে পড়েছে। আশকার তার নিজের নামের সমাজমাধ্যম হ্যান্ডেলের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে। খুব অল্প সময়েই সেটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর ওয়েনাড সাইবার পুলিশ গত ৩০ অক্টোবর একটি এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করে। সেই সূত্র ধরেই অবশেষে আলাপ্পুঝা থেকে আশকারকে পাকড়াও করা হয়। পুলিশ আরও জানিয়েছে, ধৃত আশকারের বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের চেষ্টা, মারধর ও মাদক সংক্রান্ত একাধিক মামলা দায়ের রয়েছে। ওয়েনাড জেলার পুলিশ প্রধান কড়া বার্তা দিয়ে বলেছেন,"যে সকল ব্যক্তি এ ধরনের বিভ্রান্তিকর এআই ভিডিও তৈরি বা প্রচার করে মানুষের মধ্যে ভয় বা ঘৃণা ছড়ায়, একইসঙ্গে জনবিশ্বাস কিংবা স্থানীয় অর্থনীতির ক্ষতি করে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।"
অন্যদিকে, কাজের মাঝেই আচানাক বিপত্তি। মঙ্গলবার সন্ধে থেকেই টানা গোলযোগ। খুলছে না এক্স। চ্যাটজিপিটিতেও বিপত্তি। মঙ্গলবার সন্ধেয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স আচমকা বিভ্রাটের সম্মুখীন হয়। তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিতে ব্যবহারকারী অভিযোগ করতে শুরু করেন। জানান,অ্যাপ এবং ওয়েবসাইটটি সঠিকভাবে কাজ করছে না এবং তাঁরা কোনও কন্টেন্ট দেখতে পারছেন না। কিছু শেয়ারও করতে পারছেন না। ডাউনডিটেক্টরের মতে, বেশ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা মোবাইল এবং কম্পিউটারে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারছেন না।
ডাউনডিটেক্টরের-এর তথ্য অনুযায়ী, বিকাল ৫:০৮ পর্যন্ত এক্স-এর বিরুদ্ধে কমপক্ষে ১,৫৪৩টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা জানিয়েছেন যে তাঁরা তাঁদের টাইমলাইন অ্যাক্সেস করতে এবং অন্যান্য প্রোফাইল দেখতে পারছেন না। বারবার চেষ্টা করলে, সামনে ফুটে উঠছে, "কিছু ভুল হয়েছে। পুনরায় লোড করার চেষ্টা করুন।" লেখা। কিংবা 'কিছু ভুল হয়েছে, পুনরায় লোড করার চেষ্টা করুন'। চলতি বছরে এক্স বারেবারে নানা সমস্যার সম্মুখীন হয়েছে। এই বছরের মার্চ মাসে, এলন মাস্ক দাবি করেছিলেন যে, তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি একটি "ব্যাপক সাইবার আক্রমণ"-এর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তিনি সাফ জানিয়েছিলেন, 'আমাদের উপর প্রতিদিন আক্রমণ করা হয়।'
আবার এক্স সঠিকভাবে কাজ না করার প্রাথমিক কারণ ক্লাউডফ্লেয়ারের একটি প্রযুক্তিগত সমস্যা বলে মনে হচ্ছে। যদিও তা মনে করা হলেও, উল্লেখ্য এই প্রসঙ্গে এক্স এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি।
ক্লাউডফেয়ার এক বিবৃতিতে বলেছে যে, তারা একটি সমস্যা সম্পর্কে জানতে পেরেছে এবং তদন্ত করছে যা একাধিক গ্রাহককে প্রভাবিত করতে পারে।
