আজকাল ওয়েবডেস্ক: কেরলে বিজেপির খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কে উন্নতির প্রচেষ্টার মাঝেই সংঘপন্থী পত্রিকা অর্গানাইজার-এ প্রকাশিত একটি বিতর্কিত প্রবন্ধ নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রবন্ধটিতে দাবি করা হয়েছিল যে ক্যাথলিক চার্চ নাকি দেশের সর্ববৃহৎ বেসরকারি জমির মালিক। পরে বিতর্কের মুখে প্রবন্ধটি সরিয়ে নেওয়া হয়।

এই ঘটনার জেরে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। দীপিকা নামের চার্চ পরিচালিত একটি দৈনিক সম্পাদকীয়তে কড়া ভাষায় লেখে, "যখন দেশজুড়ে খ্রিস্টান প্রতিষ্ঠান ও উপাসনালয়ের উপর হামলা হচ্ছে, তখন কেন্দ্রীয় সরকারের নীরবতা হামলাকারীদের উৎসাহিত করছে।"

দীপিকার সম্পাদকীয় দাবি করে যে অর্গানাইজার-এর প্রবন্ধে চার্চের জমির পরিমাণ অতিরঞ্জিতভাবে উপস্থাপিত হয়েছে—যেখানে বলা হয় চার্চ ৭ লক্ষ বর্গ কিমি জমির মালিক, যা ভারতের মোট ভূখণ্ডের ২১ শতাংশ। সম্পাদকীয়তে প্রশ্ন তোলা হয়, "এই পরিসংখ্যান কোথা থেকে এল?"

এদিকে, মধ্যপ্রদেশে কেরলের কিছু ক্যাথলিক যাজকের উপর হামলার খবর এই উত্তেজনা আরও বাড়িয়েছে।

বিজেপি রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর দাবি করেন, প্রবন্ধটি ভুলবশত প্রকাশিত হয়েছিল এবং পরে মুছে ফেলা হয়েছে। তিনি বলেন, "জমির মালিক হওয়া অপরাধ নয়, জমি দখল করাই অপরাধ।"