আজকাল ওয়েবডেস্ক : কেরালায় বিস্ফোরণ নিয়ে গোটা দেশ এখনও স্তম্ভিত। ঘটনার কয়েক ঘন্টা কাটার পর ডমিনিক মার্টিন নামে এক ব্যক্তি ঘটনার দায়ি নিয়ে আত্মসমর্পণও করেছে। তবে ডমিনিককে একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি হিসাবে অভিহিত করলেন পুলিশ কর্তারা। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, গলফের একটি প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন ডমিনিক। সেখানে যথেষ্ট দক্ষতার সঙ্গেই কাজ করতেন তিনি। তদন্তকারী অফিসাররা ডমিনিককে নিয়ে তার বাড়িতে যান। সেখানেই বিস্ফোরণ বাঁধার কাজ করেছিল ডমিনিক। বিস্ফোরণ বাঁধায় তাঁর দক্ষতা দেখে হতবাক তদন্তকারী অফিসাররা। প্রসঙ্গত কেরালায় এই বিস্ফোরণের জেরে তিনজনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন প্রায় ৫০ জন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে দিয়েই কিভাবে এত ভালো বিস্ফোক তৈরি করে ফেলল ডমিনিক তাতে তার বুদ্ধির তারিফ না করে পারলেন না অফিসাররা। অত্যন্ত বুদ্ধি এবং অধ্যবসায় না থাকলে এই ধরনের কাজ ডমিনিক করতে পারত না বলেই মনে করছে তদন্তকারী অফিসাররা। ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইসের ওপর দক্ষতা তাকে বিস্ফোরক তৈরি করতে অনেকটাই সহায়তা করেছিল। তবে কি কারনে একজন দক্ষ কর্মক্ষম ব্যক্তির মাথায় এই ধরনের একটি বিস্ফোরণ ঘটনোর কথা মাথায় এল সেই বিষয়টি অনেক বেশি চিন্তায় রেখেছে কর্তাদের। কিসের টানে ডমিনিক এক সাধারণ মানুষের জীবন ছেড়ে অপরাধের দিকে পা বাড়িয়েছে তার উত্তর মিলবে এই ঘটনার তদন্ত আরও অগ্রগতির পরই।
