আজকাল ওয়েবডেস্ক : দিল্লি আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর অস্বস্তি বজায় রইল। দিল্লি কোর্ট বৃহস্পতিবার কেজরিওয়ালের জেল হেপাজত বাড়িয়ে দিল। ৩১ জুলাই পর্যন্ত তিহার জেলেই কাটাতে হবে কেজরিওয়ালকে।

ইডির করা মামলায় ৩১ জুলাই পর্যন্ত জেল হেপাজত হয়েছে কেজরিওয়ালের। অন্যদিকে সিবিআই যে মামলা করেছিল সেখানে ৮ আগস্ট পর্যন্ত জেল হয়েছে কেজরিওয়ালের। এদিন আদালত দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং কে কবিতার জেল হেপাজতের মেয়াদ বাড়িয়েছে। ৩১ জুলাই পর্যন্ত তাঁরাও জেলে থাকবেন।


সুপ্রিম কোর্ট কিছুদিন আগে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। কিন্ত ইডির পাশাপাশি সিবিআই কেজরির বিরুদ্ধে মামলা করায় সেই মামলার জন্য কেজরি জেল থেকে বের হতে পারেননি। এদিন আদালতের এই রায় কেজরিওয়ালকে আরও অস্বস্তিতে ফেলে দিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও আপের দাবি এজেন্সি দিয়ে কেজরিওয়ালকে আটকে রাখার এই পরিকল্পনা করেছে কেন্দ্রের বিজেপি সরকার।