আজকাল ওয়েবডেস্ক: ভূস্বর্গ ভয়ঙ্কর। আর্তনাদ, চিৎকার, হাহাকার। মঙ্গলবার থেকে ভয় চেপে বসেছে উপত্যকার বুকে। কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার পর সৌদি আরব কর্মসূচি কাঁটছাট করে দেশে ফিরেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, বুধবার সন্ধেয় উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে দিল্লি ফিরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এর আগেই, বুধবার সকালেই দিল্লি ফিরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মোদি। 

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেন শোকগ্রস্ত পরিবারের সঙ্গে। মঙ্গলবার রাতেই জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন অমিত শাহ। জঙ্গি হামলার এই ঘটনায় কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। তাঁদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। 

এদিন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে গিয়ে কথা বলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সেনার উচ্চপদস্থ কর্তাদের সঙ্গেও। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল পর্যটক পিকনিকের মুডে ছিলেন। সেখানেই হঠাৎ করে হামলা করে জঙ্গিরা। মৃতদের মধ্যে দুজন বিদেশী পর্যটকও রয়েছেন বলেও জানা গিয়েছে।

জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুতে উপত্যকায় বুধবার বন্‌ধ পালিত হচ্ছে। গত ৩৫ বছরে যা প্রথম। জঙ্গিহানায় নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়ায় বন্‌ধের ডাকা হয়েছে। জঙ্গিহানায় মৃত্যুর ঘটনায় এভাবে বন্‌ধ ৩৫ বছরে উপত্যকায় হয়নি। পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের ঘটনায় এই বন্‌ধকে সমস্ত সংগঠনগুলি সমর্থন জানিয়েছে।