আজকাল ওয়েবডেস্ক: রক্তাক্ত উপত্যকা। পহেলগাঁওয়ের মৃত্যু মিছিলের পর, বুধবারেই দফায় দফায় বৈঠকে বসেছেন দেশের প্রধানমন্ত্রী। বুধবার রাতে ভারত পাকিস্তানের প্রতি নিজেদের কড়া অবস্থানের কথা ঘোষণা করে জঙ্গি হামলার প্রেক্ষিতে। 

বৃহস্পতিবার বিহারে গিয়ে দেশের প্রধানমন্ত্রী স্পষ্ট করলেন, জঙ্গি, সন্ত্রাসকারীদের রেয়াত নয় কোনওভাবেই। সাফ জানালেন, আঘাত এসেছে ভারতের আত্মার উপর, মিলবে কল্পনাতীত সাজা। এদিন মোদি বলেন, ‘আমি গোটা বিশ্বকে বলতে চাই, ভারত প্রতিটি সন্ত্রাসীদের এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করব। ভারতের চেতনাকে কখনও সন্ত্রাসবাদ ভেঙে ফেলতে পারবে না। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। সমগ্র জাতি এই সংকল্পে দৃঢ়। মানবতায় বিশ্বাসী সকলেই আমাদের সঙ্গে রয়েছেন।‘

 

?ref_src=twsrc%5Etfw">April 24, 2025

 

 

বৃহস্পতিবার বিহারের মধুবনীতে এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী, উপস্থিত ছিলেন বিহাররে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সভার শুরুতেই পহেলগাঁওয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে নীরবতা পালন করেন তিনি। মঞ্চ থেকে বলেন, পহেলগাঁওয়ে জঙ্গিরা নিরপরাধ দেশবাসীদের নৃশংসভাবে হত্যা করেছে, গোটা দেশ যন্ত্রণায় রয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে গোটা দেশ। কার্গিল থেকে কন্যাকুমারী, শোকের ছায়া। মোদি বলেন, এই আক্রমণ কেবল কয়েকজন মানুষের উপর নয়, এই হামলা দেশের আত্মার উপর। তারপরেই প্রধানমন্ত্রী বলেন, 'আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই হামলা করেছে, সেই জঙ্গিদের এবং এই হামলার ষড়যন্ত্রকারীদেরা কল্পনাতীত সাজা পাবে, পাবেই।'