আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু মিছিল। রক্তাক্ত উপত্যকা। পরিস্থিতি বিচারে বুধবারেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন দেশের প্রধানমন্ত্রী। হাজির ছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে বিদেশ মন্ত্রক জানিয়ে দেয়, জঙ্গি হামলায় একযোগে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। কীভাবে পরিস্থিতি মোকাবিলা, জবাবে ভারতকে কী বলবে পাকিস্তান, আজই আলোচনায় বসছে পাক সরকার। 

ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত বহাল থাকবে সিদ্ধান্ত। 
বন্ধ আটারী সীমান্ত। ওই সীমান্ত পথে এদেশে প্রবেশ করেছেন যাঁরা, তাঁদের ১মে'র মধ্যে ফিরে যেতে হবে। 
পাকিস্তানিদের সার্ক(এসএএআরসি) ভিসা বাতিল। যাঁরা এসপিইএস ভিসার আওতায় ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। 
বিদেশ সচিব জানিয়েছেন, নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের সামরিক, নৌ ও বিমান উপদেষ্টাদের অবাঞ্ছিত হিসেবে ঘোষণা করেছে নয়াদিল্লি। তাঁদের ভারত ছাড়ার জন্য সময় দেওয়া হয়েছে এক সপ্তাহ। 
ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে নিজস্ব প্রতিরক্ষা,নৌ, বিমান উপদেষ্টাদের ফিরিয়ে নেবে ভারত।
দু' দেশের হাইকমিশনের আধিকারিক সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হবে। 
বৃহস্পতিবার সকালে জানা যায়, পাকিস্তানের সোশ্যাল মিডিয়া এক্স অ্যাকাউন্ট নিয়েও নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত।

সূত্রের খবর, ভারতের থেকে পরপর কড়া ধাক্কা খাওয়ার পরেই, পরিস্থিতি মোকাবিলায় বৈঠকে বসছেন পাকিস্তানের শীর্ষ সামরিক-বেসামরিক নেতৃত্ব। ইসলামাবাদে বৃহস্পতিবার এই বৈঠক বসবে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর এই তথ্য জানিয়েছেন খোদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। বৈঠকে নেতৃত্ব দেবেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ভারতের পাঁচ পদক্ষেপের জবাব কীভাবে দেবে, আলোচনা হতে পারে তা নিয়েই।