আজকাল ওয়েবডেস্ক : সামাজিক মাধ্যমে আলাপ। তারপর সেই পরিচয় বদলে গেল গভীর বন্ধুত্বে। কিন্তু সেই অচেনা বন্ধুর হাতেই হেনস্থা, অপহরণ, ধর্ষণের শিকার হতে হল এক তরুণীকে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কারকালায়।

 

পুলিশ জানিয়েছে, একটি সাদা গাড়ি করে অভিযুক্ত ওই তরুণীকে তুলে নিয়ে যায় একটি নির্জন জায়গায়। সেখানে তাঁর আরও দুই বন্ধু গাড়ি নিয়ে আসে। তাঁদের সঙ্গে মদের বোতল ছিল বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ, মদের মধ্যে মাদক মিশিয়ে ওই তরুণীকে খাওয়ানোর চেষ্টা করে অভিযুক্ত। এরপর বেসামাল হয়ে পড়ে তরুণী। সেই সুযোগে তাঁর সঙ্গে ধর্ষণ করে অভিযুক্ত এমনটাই অভিযোগ উঠেছে।

 

 এরপর তরুণীকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার সময় কিছু ব্যক্তির বিষয়টি নজরে আসে। তাঁরা মহিলাকে অচৈতন্য অবস্থায় দেখে। তাড়াতাড়ি তাঁকে হাসপাতালে পাঠান হয় চিকিৎসার জন্য। ধরা পড়ে যায় অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অপহরণ, ধর্ষণের অভিযোগ উঠেছে। শুরু হয়েছে তদন্ত।