আজকাল ওয়েবডেস্ক: এক পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কর্ণাটকে। সোমবার পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সদাশিবনগরে। মৃতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাঁদের তিন নাবালক সন্তান।
পুলিশের প্রাথমিক অনুমান, তিন নাবালক সন্তানকে খুন করে দম্পতি আত্মহত্যা করেছেন। আর্থিক অনটন এবং ঋণ শোধ করতে না পারায় এমন চরম পদক্ষেপ নেন ৪৬ বছরের ওই ব্যক্তি।
আত্মহত্যার আগে একটি ভিডিও করেছেন মৃত ব্যক্তি। ভিডিও বার্তায় জানিয়েছেন, তাঁর এমন পরিণতির জন্য যারা দায়ী, তাঁদের চরম শাস্তি দেওয়া হোক। আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মৃতদেহগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, তিন নাবালক সন্তানকে খুন করে দম্পতি আত্মহত্যা করেছেন। আর্থিক অনটন এবং ঋণ শোধ করতে না পারায় এমন চরম পদক্ষেপ নেন ৪৬ বছরের ওই ব্যক্তি।
আত্মহত্যার আগে একটি ভিডিও করেছেন মৃত ব্যক্তি। ভিডিও বার্তায় জানিয়েছেন, তাঁর এমন পরিণতির জন্য যারা দায়ী, তাঁদের চরম শাস্তি দেওয়া হোক। আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মৃতদেহগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
