আজকাল ওয়েবডেস্ক: বিজেপিতে যোগদান প্রসঙ্গে সংবাদমাধ্যমকে একহাত নিলেন কংগ্রেস নেতা কমল নাথ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিজেপিতে যোগদানের কথা একবারও বলিনি। তাহলে কোথা থেকে এই ধরণের অনুমান করা হল? মিডিয়া আগে থেকেই এই বিষয়ে খবর তৈরি করেছে। এরপর এসে প্রশ্ন করেছে। তাহলে মিডিয়ার উচিত নিজেদের কথাকে ফিরিয়ে নেওয়া। প্রসঙ্গত, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরই কমল নাথের বিজেপিতে যোগদানের বিষয়টি নিয়ে জোর চর্চা হয়েছিল। এমনকি কমল পুত্র নকুল নাথও যে কংগ্রেস ছাড়তে পারেন সেই খবরও জোরালো হয়েছিল। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে কমল নাথ নিজেই বিষয়টি পরিষ্কার করে দিলেন। এদিন ফের একবার কৃষকদের প্রতি বিজেপির অবিচারের বিষয়টি তুলে ধরেন তিনি। ভোটের রাজনীতি করতে গিয়ে দেশের কৃষকদের সর্বনাশ করছে বিজেপি বলে এদিন ফের একবার দাবি করলেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। তিনি আরও বলেন, মধ্য প্রদেশ সরকার ঋণের ভারে জর্জরিত। এই অর্থ সাধারণ মানুষের। দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন সেবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দ্রুতই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। সেবিষয়েই আলোচনা চলছে।