আজকাল ওয়েবডেস্ক:‌ জলাতঙ্কে প্রাণ গেল কবাডি খেলোয়াড়ের। উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা ব্রিজেশ সোলাঙ্কি রাজ্যস্তরের কবাডি খেলোয়াড় ছিলেন। জানা গেছে, প্রায় তিন মাস আগে একটি কুকুরছানাকে বাঁচানোর সময় সেটি কামড়ে দিয়েছিল ব্রিজেশকে। বিষয়টি গুরুত্ব দেননি ব্রিজেশ। টিকাও নেননি। আর সেটাই হল কাল।


মারা যাওয়ার ক’‌দিন আগে ব্রিজেশ একটি ভিডিও তুলেছিলেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ওই ভিডিওয় দেখা গেছে, তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন ও চিৎকার করছেন।


ব্রিজেশের কোচ প্রবীণ কুমার বলেছেন, ‘‌ব্রিজেশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। টিকাও নেয়নি। সেটাই যে এতবড় বিপদ ডেকে আনবে কে জানত।’‌ 


গত ২৬ জুন অনুশীলন চলাকালীন তাঁর শরীর অসাড় হয়ে যেতে শুরু করে। তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নয়ডার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ২৮ জুন সেখানেই তিনি মারা যান।


ব্রিজেশের ভাই সন্দীপ কুমারের অভিযোগ, ‘‌একাধিক সরকারি হাসপাতাল নাকি ব্রিজেশের চিকিৎসা করতে চায়নি। জলাতঙ্কে ভুগছিল দাদা। নয়ডার হাসপাতালেই একমাত্র দাদার চিকিৎসা হয়েছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল।’‌