আজকাল ওয়েবডেস্ক: রবিবারের প্রবল বৃষ্টিপাত এবং ভূমিধসের ফলে জম্মু-কাশ্মীরের রামবান জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও দোকানপাট। ২৫০ কিমি দীর্ঘ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আজ, ২১শে এপ্রিল, রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রী সাকিনা।

আবহাওয়া দপ্তর কুপওয়ারা, বান্দিপোরা ও বারামুল্লা-সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। কৃষকদের ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কৃষিকাজ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

রামবানে রবিবার সকালে হওয়া ক্লাউডব্রাস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী এলাকা পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত ত্রাণ এবং উদ্ধার কাজের আশ্বাস দিয়েছেন।