আজকাল ওয়েবডেস্ক: অবশেষে আজ ইডির মুখোমুখি হতে চলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি দুর্নীতি ও আর্থিক তছরূপ মামলায় আগে ৯ বার ইডির তলব এড়িয়েছেন হেমন্ত। মুখ্যমন্ত্রীর নিখোঁজ হওয়ার জল্পনার মাঝে মঙ্গলবার দুপুরে ঝাড়খণ্ডে নিজের বাসভবনে পৌঁছন তিনি। ইডির তরফে এরপরই জানানো হয়, বুধবার দুপুর ১টা নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের আগে আজ সকাল ন’টা থেকে রাত দশটা অবধি রাঁচির একাংশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রীর বাসভবন, রাজভবন এবং ইডি অফিসের ১০০ মিটার পরিধিতে ১৪৪ ধারা জারি রয়েছে।
ইতিমধ্যেই দিল্লির হেমন্তের ফাঁকা বাসভবনে তল্লাশি চালিয়ে নগদ ৩৬ লক্ষ টাকা, বিএমডব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি।
জল্পনা, জমি দুর্নীতি মামলায় হেমন্তের বয়ান রেকর্ডের পর তাঁকে গ্রেপ্তার করতে পারে ইডি। হেমন্ত গ্রেপ্তার হলে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন তাঁর স্ত্রী কল্পনা সোরেন।