আজকাল ওয়েবডেস্ক: হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন, জমি দুর্নীতি মামলায় জেলে ছিলেন ৫ মাস। সোরেনের গ্রেপ্তারিতে ইন্ডিয়া জোটের নেতারা বারবার সুর চড়িয়েছিলেন গেরুয়া শিবিরের বিপক্ষে। তবে রাজনৈতিক মহলে এই মুহূর্তে জোর চর্চা একটি ছবি নিয়ে। ছবিটি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজেই পোস্ট করেছেন। তাতে একই ফ্রেমে দেখা গিয়েছে নরেন্দ্র মোদি এবং হেমন্ত সোরেনকে। শুধু হয়েছে চর্চা, কেন এই সাক্ষাৎ?

যদিও সোরেনের পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, এই সাক্ষাৎ সৌজন্য মূলক। তবে এই সাক্ষাৎ কি নেহাতই সৌজন্য সাক্ষাৎ? নাকি এর পিছনে রয়েছে রাজনীতির জটিল অঙ্ক, দেশের রাজনীতির অলিন্দে এই মুহূর্তে চর্চা তা নিয়েই।

জমি কেলেঙ্কারি মামলায় ৩১ জানুয়ারি হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। হেমন্ত তখন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে গ্রেপ্তারির আগে শর্ত দিয়েছিলেন তিনি। সাফ জানিয়েছিলেন, গ্রেপ্তারির আগে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার সময় দিতে হবে। রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর গ্রেপ্তার করা হয় তাঁকে। হেমন্তের অনুপস্থিতিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন চম্পাই সোরেন। হেমন্ত জেলে থাকার সময়, রাজনীতির প্রথম সারিতে বারবার দেখা গিয়েছে তাঁর স্ত্রী কল্পনা সোরেনকে। প্রায় ৫ মাস পর ২৮ জুন জেল থেকে মুক্তি পান হেমন্ত। ৪ জুলাই পুনরায় তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে বসেছেন। বিধানসভায় আস্থা ভোটেও জয়ী হয়েছেন। তার পরেই ১৫ জুলাই সাক্ষাৎ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।