আজকাল ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীর আগামীদিনে নতুন দিক দেখবে। সন্ত্রাসের হটস্পট থেকে এটি পর্যটনের হটস্পট হিসাবে উঠে আসবে। শুক্রবার এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গোটা দেশ নতুন দিকে এগিয়ে চলেছে। জম্মু-কাশ্মীরও তার ব্যতিক্রম হবে না। সন্ত্রাসকে পিছনে ফেলে আগামীদিনে ভূস্বর্গ পর্যটকদের প্রধান পছন্দের জায়গা হবে।
এরফলে সেখানকার অর্থনৈতিক উন্নতি আরও দৃঢ় হবে বলেও জানিয়ে দেন তিনি। সামনেই জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট। তার আগে শুক্রবার বিজেপি নিজেদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবে। এরপরই ভোটের প্রচারে জোরকদমে ঝাঁপাবে গেরুয়া শিবির। তার আগে দুদিদের কাশ্মীর সফরে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারের জম্মু-কাশ্মীর ভোটে একলা চলার নীতি নিয়েছে বিজেপি শিবির। তাঁদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। এর পাশাপাশি আঞ্চলিক দলগুলিকেও বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি।
নির্বাচনী ইস্তাহার ঘোষণার পরই বিজেপির তারকা প্রার্থীরা জোরকদমে ঝাঁপিয়ে পড়বেন নির্বাচনের মাঠে। এবার বিজেপির হেভিওয়েট প্রচারের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ।
অন্যদিকে হাত গুটিয়ে বসে নেই হাত শিবিরও। রাহুল গান্ধীর নেতৃত্বে ইতিমধ্যেই প্রচারের ঘুঁটি সাজিয়ে ফেলেছেন কংগ্রেস হাইকমান্ড। সেই তালিকায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী কে নেই ? তাই আসন্ন জম্মু-কাশ্মীরের নির্বাচনে ফের একবার সম্মুখ সমরে নামছে দুই যুযুধান। কাশ্মীর বিধানসভা কার দখলে থাকবে সেদিকে দেখতে হলে নির্বাচনের ফলঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে বৈকি।
