আজকাল ওয়েবডেস্ক: নৈনিতালের কুমায়ুন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সেখানে বক্তব্যও রাখেন। বক্তব্যের শেষে আচমকা দেখা হয় পুরনো বন্ধুর সঙ্গে। তাঁর সঙ্গে কথা বলার সময়েই আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সূত্রের খবর, বুধবার তিনি নৈনিতাল রাজভবনেই রাত্রিযাপন করবেন।
কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তির অনুষ্ঠান। সেখানেই উপস্থিত হয়েছিলেন দেশের উপরাষ্ট্রপতি। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঞ্চ থেকে বক্তৃতা দিয়ে নামার সময় জগদীপ ধনখড় তাঁর প্রাক্তন সংসদীয় সহকর্মী মহেন্দ্র সিং পালকে দেখতে পেয়ে তাঁর দিকে এগিয়ে যান।
মহেন্দ্র সং পাল একজন আইনজীবী, ১৯৮৯ সালে লোকসভার সাংসদ হয়েছিলেন। তখন সাংসদ ছিলেন জগদীপ ধনখড়ও। দেশের সংসদে একই সময়ে সাংসদ হিসেবে ছিলেন তাঁরা।
বহু বছর পর একে অপরকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। কথাবার্তার মাঝেই মহেন্দ্র সিংয়ের কাঁধে মাথা হেলিয়ে পড়েন উপরাষ্ট্রপতি। তাঁর সঙ্গে থাকা মেডিক্যাল টিম তৎক্ষণাৎ দৌড়ে হাজির হয় সেখানে।
তবে কিছুক্ষণেই তাঁর জ্ঞান ফেরে। চিকিৎসায় সাড়া দিয়ে, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, আজ অর্থাৎ বুধবার থেকেই তিনদিনের নৈনিতাল সফর শুরু করেছিলেন জগদীপ ধনখড়।
