আজকাল ওয়েবডেস্ক:‌ নেকড়ের পর এবার শিয়াল আতঙ্ক মধ্যপ্রদেশে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বাহরিচে এখনও নেকড়ে আতঙ্ক কাটেনি। তারই মধ্যে মধ্যপ্রদেশে দেখা দিয়েছিল নেকড়ে আতঙ্ক। একাধিক জনকে কামড়ে জখম করেছিল নেকড়ে। এবার মধ্যপ্রদেশে শিয়াল আতঙ্ক। 

 

 


সোমবার সন্ধেয় রাজ্যের শিহোর জেলায় লোকালয়ে ঢুকে হামলা চালিয়েছে একটি শিয়াল। হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। জানা গেছে, রাস্তার ধারে বসে গল্প করছিলেন দুই ব্যক্তি। সেই সময় সেখানে শিয়ালটি চলে আসে। প্রাণীটিকে দেখে প্রথমে তাঁরা ভয় পেয়ে যান। লাঠি, ইট নিয়ে শিয়ালটিকে তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। আচমকাই তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে শিয়ালটি। কামড় বসায় দু’‌জনের উপরেই। তাঁদের মধ্যে এক জন শিয়ালের পা ধরে হ্যাঁচকা টান মারেন। তার পর সেটিকে দূরে ছুঁড়ে ফেলেন। পাল্টা হামলার শিকার হয়ে শিয়ালটি পাশের জঙ্গলে ঢুকে পড়ে। লোকালয়ে এবার শিয়ালের হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আহতরা হলেন, শ্যাম যাদব এবং নর্মদা যাদব। তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিয়ালের খোঁজে একাধিক দল তৈরি করা হয়েছে।