আজকাল ওয়েবডেস্ক: ইরানের পারমাণবিক, ক্ষেপণাস্ত্র এবং সামরিক ঘাঁটিতে ইজরায়েলের হামলার ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ভারত জানিয়েছে যে তারা দেশগুলির মধ্যে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং  পরিস্থিতির উপর নজর রাখছে। এমনকি নয়াদিল্লি উভয় দেশকে যে কোনও উত্তেজনামূলক পদক্ষেপ এড়াতে আহ্বান জানিয়েছে।

দিল্লি থেকে প্রায় আড়াই হাজাক কিলোমিটার দূরে অবস্থিত তেহরানে এই হামলাগুলি ঘটছে। তবে এটা নিশ্চিত যে এর প্রভাব ভারতেও পড়বে। যদি ইজরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও এতে জড়িয়ে পড়ে, তাহলে ডিজেল, পেট্রল এবং এলপিজি গ্যাসের দামের উপর এর বড় প্রভাব পড়তে পারে।

ভারত তার চাহিদার ৮৫ শতাংশ তেল বিশ্বের অন্যান্য দেশ থেকে আমদানি করে। আর এর এক তৃতীয়াংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে। অর্থাৎ যুদ্ধের কারণে যদি সেখান থেকে আসা তেলের সমস্যা হয়, তাহলে দাম বাড়তে পারে।

ইরান-ইজরায়েল উত্তেজনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯২ ডলার ছাড়িয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান দাবি করেছে, এই দাম আরও ৩১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১২০ ডলারে পৌঁছতে পারে। সেই অনুযায়ী যদি পেট্রলের দামও বেড়ে যায়, তাহলে দিল্লিতে ৯৪ টাকা প্রতি লিটার দরে যে পেট্রল এখন পাওয়া যাচ্ছে তা প্রতি লিটারে ১২৩ টাকায় পৌঁছতে পারে।

এর অর্থ হল তেল যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক প্রভাব আপনার পকেটে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে, সমস্যাটি কেবল তেলের দামের নয়, এর প্রভাব সর্বত্র দেখা যাবে।