আজকাল ওয়েবডেস্ক : দেশে আরও কর্মসংস্থান করতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছে, দেশের প্রধান ১২ টি স্মার্ট শহরে বিশেষ ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার। এছাড়া রেলের বিভিন্ন প্রজেক্ট, কৃষিতে জোর দিয়ে দেশের আর্থিক উন্নতি ঘটান হবে।
এর ফলে দেশে প্রায় ৪০ লক্ষ কর্মসংস্থান হবে বলে জানিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রীসভা এর অনুমতি দিয়েছে। এই কাজে খরচ হবে ২৮ হাজার ৬০২ কোটি টাকা। বিনিয়োগ হবে ১.৫২ লক্ষ কোটি টাকা। প্রায় সাড়ে ৯ লক্ষ সরাসরি কাজ হবে। পরোক্ষ কাজ হবে প্রায় ৩০ লক্ষ মানুষের।
বিশেষ অর্থনৈতিক করিডর করা হবে। এর মধ্যে রয়েছে অমৃতসর কলকাতা, দিল্লি মুম্বই, ভাইজাগ চেন্নাই, হায়দ্রাবাদ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ নাগপুর এবং চেন্নাই বেঙ্গালুরু। এই সমস্ত করিডর নজরে রাখা হবে দেশের প্রধান শহর থেকে।
এই সমস্ত করিডর একযোগে নিয়ে আসবে ভারতের রেল। মোট ২৯৬ কিলোমিটার পথ নতুন করে যোগ করা হবে। যাতায়াত করার যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য এই বিশেষ ব্যবস্থা করা হবে। এই কাজে খরচ হবে সাড়ে ছয় হাজার টাকার বেশি।
