আজকাল ওয়েবডেস্ক: লম্বা বিমানযাত্রা অনেক সময় একঘেয়ে হয়ে যায় যাত্রীদের কাছে। ফ্লাইটে থাকাকালীন কড়া নিয়মের মধ্যে দিয়ে চলতে হয় যাত্রীদের। তার মধ্যে খাবার ও পানীয়ের ক্ষেত্রেও একে তো চড়া দাম, তার ওপর থাকে বিভিন্ন নিষেধাজ্ঞা। তবে সম্প্রতি একটি ইন্ডিগোর বিমানে দেখা গেল এক অন্য ছবি। এক যাত্রীকে দেখা গেল বিমানের মধ্যে সহযাত্রীদের চা পরিবেশন করতে। গোটা ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, দুই ব্যক্তি বিমানের করিডর ধরে হাঁটছেন এবং কাপের মধ্যে চা পরিবেশন করছেন। ট্রেনগুলিতে যেভাবে চা বিক্রি হয়, সেই ধাঁচেই একজন ফ্লাস্ক থেকে চা ঢালছেন এবং অপরজন তা যাত্রীদের হাতে তুলে দিচ্ছেন।
ভিডিওটি ইতিমধ্যেই ৬,৭০,০০০-র বেশি ভিউ পেয়েছে। তবে নেটিজেনরা এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ মজার ছলে মন্তব্য করেছেন, আবার কেউ কড়া সমালোচনাও করেছেন। যাঁরা সমালোচনা করেছেন, তাঁদের বেশিরভাগেরই মন্তব্য, নিয়ম-কানুন সব গেল কোথায়? নিরাপত্তার মধ্যে দিয়ে এত পরিমাণ চা নিয়ে আসা কীভাবে সম্ভব? আর এক ইন্টারনেট ব্যবহারকারীর মন্তব্য, ২০০ মিলিলিটার জলও যেখানে নিয়ে যাওয়া যায় না, সেখানে পুরো এক লিটার চা ওই ব্যক্তি নিয়ে এলেন কিভাবে? এক ব্যক্তি আবার মজার ছলে লিখেছেন, শুধু ভারতীয়রাই যেকোনও জায়গায়, যেকোনও সময় এমন কাজ করতে পারে।
