আজকাল ওয়েবডেস্ক: বিমানে উঠতে ভালবাসেন না এটা হতে পারে না। আর বিমানে ওঠা মানেই জানলার ধার চাওয়া অবধারিত। আট থেকে আশি সকলের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। সম্প্রতি ইন্ডিগোর এক বিমানে জানালার সিটে কোনও জায়গা নেই দেখে হতাশ হয়ে পড়েন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই ছবি ভাইরাল হয়ে যায় দ্রুত।
যে ভদ্রলোক এটি পোস্ট করেছেন তাঁর নাম প্রদীপ মুথু। নিজের এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে জানিয়েছেন, সম্প্রতি বিমানে জানলার টিকিট কেটেছিলেন প্রদীপ। কিন্তু দেওয়ালের ধারে তাঁর সিট পড়ে। এই নিয়ে তিনি ভীষণই ক্ষুব্ধ। জানলার ধারে আসন বুক করা সত্ত্বেও তিনি সেইখানে সিট পাননি। তিনি অবাক হয়ে জানিয়েছেন, জানলার ধারের আসনের জন্য টিকিট কাটলেও জানলা নেই, এ কী অদ্ভূত!
মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। ইতিমধ্যে টুইটটি নয় লাখেরও বেশি ভিউ হয়েছে। কমেন্টও পড়েছে প্রচুর। কিছু ব্যবহারকারী মজা করে জানিয়েছেন, যাত্রীরা অনেক আশা করে থাকেন জানলার ধারের সিটের জন্য। ওয়াল সিট হিসেবে এই আসনগুলিকে নতুন করে ব্র্যান্ডিং করা উচিত। একজন ব্যবহারকারী জানিয়েছেন, বেশিরভাগ বিমান সংস্থা সাধারণত জানালার সিটে না থাকলে আগে থেকেই জানিয়ে দেয়। কিন্তু এয়ার ইন্ডিগোর ক্ষেত্রে এটা করা উচিত ছিল।
আরেকজন রসিকতা করে জানিয়েছেন, প্রত্যেকের একটি করে ড্রিল মেশিন আর হাতুড়ি নিয়ে ওঠা উচিত। যাতে নিজের মতো করে জানলা বানিয়ে নেওয়া যায়। আরেক নেটিজেনের অবশ্য মন্তব্য নিরাপত্তার কারণে জানলা ওখানে লুকানো রয়েছে। তবে এ জানলা কেলেঙ্কারি নিয়ে বিমান সংস্থা কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।
