আজকাল ওয়েবডেস্ক: কানাডায় টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের কাছে এক ২০ বছর বয়সী ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রের। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে টরন্টো পুলিশ। অভিযুক্তদের ধরতে জনসাধারণের সাহায্য চাইছে পুলিশ।
ডক্টরেটের ছাত্র শিবাঙ্ক অবস্থিকে মঙ্গলবার গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, চলতি বছরে এই নিয়ে টরন্টোয় ৪১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
বুধবার এক সরকারি বিবৃতিতে পুলিশ জানিয়েছে, "মঙ্গলবার, আনুমানিক বিকেল ৩.৩৪ মিনিট নাগাদ, পুলিশ হাইল্যান্ড ক্রিক ট্রেইল এবং ওল্ড কিংস্টন রোড এলাকায় একটি গোলযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত এক ব্যক্তির খবর পেয়ে সেখানে যায় পুলিশ। তারপরই গুলিবিদ্ধ অবস্থায় একজন তরুণকে খুঁজে পাওয়া যায়। ঘটনাস্থলেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।"
বিবৃতিতে বলা হয়েছে, "পুলিশ পৌঁছানোর আগেই সন্দেহভাজন ব্যক্তিরা এলাকা থেকে পালিয়ে গিয়েছিল।"
শিবাঙ্ক অবস্থির হত্যা নিয়ে ভারত
বিদেশ মন্ত্রক শিবাঙ্ক অবস্থির হত্যাকে "দুঃখজনক" বলে জানিয়েছে। এ জন্য ভারত "গভীর শোক" প্রকাশ করেছে বলেও জানানো হয়েছে।
এক্স-বিবৃতিতে টরন্টোতে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল জানিয়েছে যে, শিবাঙ্ক অবস্থির শোকগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সব ধরণের সহায়তা প্রদান করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, "টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের কাছে গুলিতে একজন তরুণ ভারতীয় ডক্টরেটের ছাত্র, শিবাঙ্ক অবস্থির দুঃখজনক মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে, কনস্যুলেট শোকাহত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।"
গত সপ্তাহে টরন্টোতে ৩০ বছর বয়সী এক ভারতীয় মহিলা হিমাংশী খুরানাকে হত্যা করা হয়। স্ট্র্যাচান অ্যাভিনিউ এবং ওয়েলিংটন স্ট্রিট ডব্লিউ এলাকায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করার একদিন পর শনিবার পুলিশ তাঁর বাসস্থান থেকে হিমাংশীর মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ এই মামলার সন্দেহভাজন ৩২ বছর বয়সী আব্দুল গাফুরির বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পুলিশ জানিয়েছে, গাফুরি-ও টরন্টোর বাসিন্দা। জানা গিয়েছে, গাফুরি এবং খুরানা-র 'ঘনিষ্ঠ সম্পর্ক' ছিল।
টরন্টোতে ভারতের কনস্যুলেট জেনারেল খুরানার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এক্স-পোস্টে বলা হয়েছে যে, 'তাঁর পরিবারকে সম্ভাব্য সব ধরনের সাহায্য প্রদান করছে। টরন্টোতে এক তরুণী ভারতীয় নাগরিক হিমাংশী খুরানার হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এই গভীর শোকের মুহূর্তে আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। গত কয়েকদিন ধরে কনস্যুলেট এই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে পরিবারটিকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।'
