আজকাল ওয়েবডেস্ক: দিনকয়েক আগেই জানা গিয়েছিল, উৎসবের মরসুমে টিকিটে বড় ছাড়ের কথা। ভারতীয় রেল এই ঘোষণা করেছিল। জানানো হয়, একটি নতুন 'রাউন্ড ট্রিপ প্যাকেজ' স্কিম চালু করেছে ভারতীয় রেল। এই প্যাকেজে রেলে যাওয়া এবং আসার টিকিট একসঙ্গে কাটলে মিলবে ২০ শতাংশ ছাড়। এছাড়াও মিলবে আরও বিশেষ কিছু সুবিধা। উৎসবের মরসুমে ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে (এই অফার সীমিত সময়ের জন্য। ১৩ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত) এই প্যাকেজ চালু করা হয়েছে।

আগামী ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে যাত্রা করলে এবং ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ফেরত যাত্রা বা 'রিটার্ন জার্নি'তে এই ছাড়ের সুবিধা পাওয়া যাবে। রেল আগেই জানিয়েছিল আগামী ১৪ অগাস্ট থেকে বুকিং শুরু হবে এই প্যাকেজের। ২৬ অক্টোবর পর্যন্ত এই টিকিট বুক করা যাবে।  সেই হিসেবে আজই ১৪ আগস্ট। অর্থাৎ আজ, বৃহস্পতিবার থেকেই ওই ছাড়ের টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

কী নিয়মে এই টিকিট কাটা হবে? টিকিট কাটার আগেই, নজর থাক সেদিকে-

টিকিট বুক করতে হবে 'ট্রেন' মেনুর ভিতরে সাব-মেনু 'ফেস্টিভাল রাউন্ড ট্রিপ স্কিম' থেকে। 


সেখানেই লেখা থাকবে নিয়মাবলী। সেসব পড়ে 'ওকে' প্রেস করতে হবে। 


প্রয়োজন অনুসারে কোন স্টেশন থেকে কোন স্টেশন যাত্রা, যাত্রার তারিখ, ক্লাস, সব তথ্য উল্লেখ করে বুকিং প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে।


বুকিং প্রক্রিয়া সম্পন্ন করার পরে, ব্যবহারকারীদের বুকিং নিশ্চিতকরণ পাতা দেওয়া হবে, পিএনআর এই উল্লেখ থাকবে সেখানে। 


বুকিং নিশ্চিতকরণ পাতায়, 'বুক রিটার্ন টিকিট (২০% ছাড়)' অপশনটি দেখতে হবে। 

ফিরতি ভ্রমণের তারিখ- ১৭ নভেম্বর - ১ ডিসেম্বর ২০২৫।


বুকিং কনফার্মেশন-এর জায়গা থেকে 'বুক রিটার্ন টিকিট (২০% ছাড়)' বোতাম অথবা অনওয়ার্ড জার্নি টিকিটের “বুক করা টিকিটের ইতিহাস” ব্যবহার করে ফিরতি ভ্রমণ বুকিং শুরু করতে হবে।


অনওয়ার্ড জার্নি টিকিট বুক করার পরে, ব্যবহারকারী 'বুক রিটার্ন টিকিট (২০% ছাড়)'-এ ক্লিক করে “বুকিং কনফার্মেশন পৃষ্ঠা” অথবা অনওয়ার্ড জার্নি টিকিটের “বুক করা টিকিটের ইতিহাস” থেকে রিটার্ন জার্নি টিকিটের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।


নির্দিষ্ট অংশে ক্লিক করার পর, সমস্ত তথ্য এবং বিস্তারিত শর্তাবলী পড়ে 'ওকে' করতে হবে।


রেল আগেই জানিয়েছিল, এই বিশেষ ছাড় পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে। তার মধ্যে অন্যতম,  যাত্রার টিকিট যদি কেউ অনলাইন বা অফলাইন-এ কাটেন তবে ফেরার টিকিটও সেই পদ্ধতিতেই কাটতে হবে। সেইসঙ্গে পরিবার নিয়ে গেলে এক একজনের এক একরকম ক্লাস বা শ্রেণির টিকিট কাটলে হবে না। প্রত্যেকেরই এক শ্রেণির টিকিট কাটতে হবে। কেবল মাত্র নিশ্চিত আসন বা 'কনফার্মড' টিকিটের ক্ষেত্রেই মিলবে এই সুবিধা। তবে এই ব্যবস্থায় টিকিট বাতিল করা যাবে না। 

এর পাশাপাশি যাঁরা রেলের পাস বা রেল ভ্রমণের কুপন বা অন্যান্য ছাড়ের সুবিধা নেবেন তাঁরা এই বিশেষ ছাড়ের সুবিধা পাবেন না বলেই খবর সূত্রের। শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক জানান, প্রিমিয়াম ট্রেন বা যে ট্রেনগুলিতে  ফ্লেক্সি ফেয়ার আছে যেমন রাজধানী, শতাব্দী বা বন্দে ভারত এক্সপ্রেস-এর মতো ট্রেনগুলিতে এই ছাড়ের সুবিধা পাওয়া যাবে না। তবে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হল এই ছাড়ের সুবিধা পাওয়া যাবে স্পেশাল ট্রেনগুলিতেও। প্রতিবার পুজো বা বড় উৎসবের আগে রেলের তরফে ভিড় এড়াতে ব্যবস্থা করা হয় স্পেশাল ট্রেনের। এই ট্রেনগুলিতে কোনো ছাড়ের সুবিধা পাওয়া যায় না। কিন্তু উৎসব উপলক্ষে রেলের এই নতুন উদ্যোগে স্পেশাল ট্রেনেও মিলবে এই সুবিধা।