আজকাল ওয়েবডেস্ক: দিওয়ালি ও ছট পুজোয়, উৎসবের মরশুমের জন্য বিরাট ঘোষণা রেলের। রেল মন্ত্রক জানিয়েছে, উৎসবের মরশুমে সাধারণের জন্য বারো হাজার বিশেষ ট্রেন চালাবে রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, সাংসদ ডঃ সঞ্জয় জয়সওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং এবং সাংসদ সঞ্জয় কুমার ঝা-এর সঙ্গে আলোচনার পর, আসন্ন দীপাবলি এবং ছট উৎসবের জন্য বিশেষ ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীপাবলি এবং ছট পুজোর সময় দেশ জুড়ে রেলে ভিড় বাড়ে। একই ছবি ফি বছরের। বেশিরভাগ মানুষ উৎসবের মরশুমে ঘরে ফেরেন কর্মক্ষেত্র থেকে। স্বাভাবিক আভবে যাতায়াতের জন্য চাহিদা বাড়ে রেলের।  যানজট কমানো,এবং যাত্রীদের নিরাপদে এবং সময়মতো বাড়িতে পৌঁছনোর লক্ষ্যে, ভারতীয় রেল এবার উৎসবের মরশুমে বিশেষ ব্যবস্থা নিয়েছে। দিল্লি থেকে গয়া বা মুজাফফরপুর থেকে হায়দরাবাদ পর্যন্ত দেশজুড়ে বাড়ানো হবে ট্রেন সংখ্যা।

 

আরও পড়ুন: মেট্রোর তিন রুটের উদ্বোধনে শুক্রে শহরে মোদি, তার আগে লিখলেন, 'কলকাতার মানুষের সঙ্গে থাকতে পারা...'

বিশেষ ট্রেনের পাশাপাশি, ভারতীয় রেলওয়ে ভিড়ের সময় গুরুত্বপূর্ণ শহরগুলিকে সংযুক্ত করার জন্য নতুন রুট এবং পরিষেবার পরিকল্পনা করেছে-
অমৃত ভারত ট্রেন এই স্টেশনগুলি সংযুক্ত করবে-

দিল্লির সঙ্গে গয়া

সহরসা এবং অমৃতসর

ছাপড়া এবং দিল্লি

মুজাফফরপুর এবং হায়দরাবাদ। 

পূর্ণিয়া-পাটনা রুটে একটি নতুন বন্দে ভারত ট্রেন চলাচল শুরু হবে। 

ইতিমধ্যেই 'রাউন্ড ট্রিপ প্যাকেজ' স্কিম চালু করেছে ভারতীয় রেল। এই প্যাকেজে রেলে যাওয়া এবং আসার টিকিট একসঙ্গে কাটলে মিলবে ২০ শতাংশ ছাড়। এছাড়াও মিলবে আরও বিশেষ কিছু সুবিধা। উৎসবের মরসুমে ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে (এই অফার সীমিত সময়ের জন্য। ১৩ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত) এই প্যাকেজ চালু করা হয়েছে।

আগামী ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে যাত্রা করলে এবং ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ফেরত যাত্রা বা 'রিটার্ন জার্নি'তে এই ছাড়ের সুবিধা পাওয়া যাবে। রেল আগেই জানিয়েছিল আগামী ১৪ অগাস্ট থেকে বুকিং শুরু হবে এই প্যাকেজের। ২৬ অক্টোবর পর্যন্ত এই টিকিট বুক করা যাবে।  সেই হিসেবে আজই ১৪ আগস্ট। অর্থাৎ আজ, বৃহস্পতিবার থেকেই ওই ছাড়ের টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
কী নিয়মে এই টিকিট কাটা হবে? টিকিট কাটার আগেই, নজর থাক সেদিকে-

টিকিট বুক করতে হবে 'ট্রেন' মেনুর ভিতরে সাব-মেনু 'ফেস্টিভাল রাউন্ড ট্রিপ স্কিম' থেকে। 


সেখানেই লেখা থাকবে নিয়মাবলী। সেসব পড়ে 'ওকে' প্রেস করতে হবে। 


প্রয়োজন অনুসারে কোন স্টেশন থেকে কোন স্টেশন যাত্রা, যাত্রার তারিখ, ক্লাস, সব তথ্য উল্লেখ করে বুকিং প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে।


বুকিং প্রক্রিয়া সম্পন্ন করার পরে, ব্যবহারকারীদের বুকিং নিশ্চিতকরণ পাতা দেওয়া হবে, পিএনআর এই উল্লেখ থাকবে সেখানে। 


বুকিং নিশ্চিতকরণ পাতায়, 'বুক রিটার্ন টিকিট (২০% ছাড়)' অপশনটি দেখতে হবে। 

ফিরতি ভ্রমণের তারিখ- ১৭ নভেম্বর - ১ ডিসেম্বর ২০২৫।


বুকিং কনফার্মেশন-এর জায়গা থেকে 'বুক রিটার্ন টিকিট (২০% ছাড়)' বোতাম অথবা অনওয়ার্ড জার্নি টিকিটের “বুক করা টিকিটের ইতিহাস” ব্যবহার করে ফিরতি ভ্রমণ বুকিং শুরু করতে হবে।


অনওয়ার্ড জার্নি টিকিট বুক করার পরে, ব্যবহারকারী 'বুক রিটার্ন টিকিট (২০% ছাড়)'-এ ক্লিক করে “বুকিং কনফার্মেশন পৃষ্ঠা” অথবা অনওয়ার্ড জার্নি টিকিটের “বুক করা টিকিটের ইতিহাস” থেকে রিটার্ন জার্নি টিকিটের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।


নির্দিষ্ট অংশে ক্লিক করার পর, সমস্ত তথ্য এবং বিস্তারিত শর্তাবলী পড়ে 'ওকে' করতে হবে।